‘এটা ঠিক করেনি সরকার' | পাঠক ভাবনা | DW | 28.09.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এটা ঠিক করেনি সরকার'

বিটিআরসি ‘ইস্টিশন' নামের ব্লগ সাইটটি বন্ধ করে দিয়েছে কোনো নোটিস ছাড়া৷ তাই জীবন বাঁচাতে সাইটটির প্রধান অ্যাডমিন আত্মগোপন করেছেন৷ এ নিয়ে আমাদের ফেসবুক পাতায় সরকার ও ইস্টিশনের পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন পাঠকরা৷

কোনো নোটিস ছাড়ই ব্লগটি বন্ধ করে দেওয়ায় সরকারের নিন্দা জানিয়ে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আকাশ ইকবাল লিখেছেন, ‘‘এটা ঠিক করেনি সরকার৷ এভাবে একটা ওয়েবসাইটকে কোনোরকম নোটিস ছাড়া বন্ধ করে দিতে পারে না তারা৷ সরকার যে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার দিচ্ছে, এটাও তো গণতান্ত্রিক নিয়মে হয়নি৷ আর তারা শুধু বন্ধ করে থেমে থাকেনি, সাইটের প্রধান অ্যাডমিনকে গ্রেপ্তার করার জন্য আবার খোঁজ করছে৷ সরকারের এই কর্মকাণ্ডে আমি নিন্দা জানাই৷''

পুরোপুরি উলটো মত প্রকাশ করেছেন পাঠক আখলাক রাজ৷ তিনি লিখেছেন, ‘‘এ রকম একটা জঘন্য ব্লগ আরো আগে বন্ধ করা উচিত ছিল৷''

ডয়চে ভেলের পাতায় এই তথ্যটি দেখে পাঠক আখলাক রাজ আমাদের ওপরও খানিকটা অসন্তুষ্ট৷ আখলাকের ধারণা, এই ব্লগ সাইটটি নাকি বাকস্বাধীনতা বলতে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে লেখা-লেখিকেই বোঝে৷ তাই তাঁর কথায়, ‘‘সরকার সঠিক কাজটাই করছে৷''

সালেক মোহাম্মদ লিখেছেন, তিনি নাকি ‘ইস্টিশন' ব্লগ সাইটটির নাম আগে কখনো শোনেননি৷ ডিডাব্লিউ-র পাতা থেকেই প্রথম জেনেছেন এ সম্পর্কে৷ এরপরেও তিনি সারকারের খানিকটা সাফাই গেয়ে লিখেছেন, ‘‘সরকার নিশ্চয়ই খারাপ কিছু দেখেছে৷ আর এ জন্যই হয়ত বন্ধ করেছে৷ সরকার দেশের আইন ও সংবিধানের বাইরে নিশ্চয়ই কিছু করে নাই৷ তবে বিশ্ব মানবাধিকার সনদের ধারা অনুযায়ী সরকার কাজটা ঠিক করে নাই...৷''

অন্যদিকে পাঠক জহিরুল ইসলাম ব্লগারদের লক্ষ্য করে তাঁর মতামত তুলে ধরেছেন এভাবে: ‘‘মুক্তমনার লেবাস নিয়ে অন্যের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে আবোল-তাবোল লিখবেন আর জীবনের নিরাপত্তা নেই বলে ইউরোপ-অ্যামেরিকায় রাজনৈতিক আশ্রয়ের নামে ‘ইমিগ্রেন্ট' হওয়ার ধান্দা করবেন৷ বেশ ভালোই জমিয়েছেন তাঁরা৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন