1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইস্টিশন' বন্ধ, মুক্তমনাদের অজ্ঞাতবাস

২৭ সেপ্টেম্বর ২০১৬

জনপ্রিয় ব্লগ সাইট ইস্টিশন বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে৷ ব্লগটির প্রধান অ্যাডমিন নুর নবী দুলাল দাবি করেছেন, ‘‘বিটিআরসি কোনো নোটিস না দিয়ে কারণ ছাড়াই ব্লগটি বন্ধ করে দিয়েছে৷ এখন জীবন বাঁচাতে আত্মগোপন করে আছি আমি৷''

https://p.dw.com/p/2QdD6
‘ইস্টিশন’-এর স্ক্রিনশট
ছবি: istishon.com

বাংলাদেশের আইএসপি প্রোভাইডারদের সংগঠন আএসপিবিএ-এর সভাপতি আমিনুল হাকিম মঙ্গলবার ডিডাব্লিউ-কে বলেন, ‘‘বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন-এর (বিটিআরসি) লিখিত নির্দেশে সোমবার থেকে ইস্টিশন ব্লগ নামের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছি আমরা৷ ব্লগটির ওয়েব অ্যাড্রেসসহ সব ধরনের লিংক ব্লক করা হয়েছে৷ তবে বিটিআরসি আমাদের সাইটটি বন্ধ করতে লিখিত নির্দেশ দিলেও, কোনো কারণ জানায়নি৷''

আমিনুল হাকিম

তবে এ নিয়ে বিটিআরসি-র সচিব এবং মুখপাত্র সরোয়ার আলমের সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করলে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কত ওয়েবসাইটই তো আছে৷ এর মধ্যে ইস্টিশন ব্লগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে কিনা, তা এখন সুনির্দিষ্ট করে বলা যাবে না৷ আমি এখন সচিবালয়ে মিটিং-এ আছি৷ অফিসে গিয়ে কাগজ-পত্র দেখে বলতে পাববো৷''

গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়, অর্থাৎ ২০১৩ সালে, ইস্টিশন ব্লগের যাত্রা শুরু হয়৷ সর্বশেষ ব্লগটির সাত হাজার রেজিস্টার্ড ব্লগার ছিল৷ বাংলাদেশে ব্লগটি বেশ জনপ্রিয়৷ ফেসবুকে যোগাযোগের পর, টেলিফোনে অজ্ঞাত স্থান থেকে ইস্টিশন ব্লগের প্রধান অ্যাডমিন নুর নবী দুলাল ডয়চে ভেলেকে জানান, ‘‘আমাদের সঙ্গে কোনো যোগাযোগ বা নেটিস ছাড়াই ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে৷ আমরা আইএসপি প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান যে, বিটিআরসি-র নির্দেশেই ইস্টিশন বন্ধ করে দেয়া হয়েছে৷ আমরা অবশ্য এখনো বিটিআরসি-র সঙ্গে এ নিয়ে সরাসরি কোনো যোগাযোগ বা কথা বলিনি৷''

দুলাল বলেন, ‘‘এভাবে কোনো কারণ ছাড়াই একটি ব্লগ সাইট বন্ধ করে দেয়া বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ, মুক্ত চিন্তার প্রতি হুমকি৷ সাত হাজার ব্লগার এখানে তাঁদের মতামত প্রকাশ করতেন, লেখালেখি করতেন৷ তাঁদের এভাবে রুদ্ধ করে দেয়া হলো৷ একদিকে মুক্তমনা ব্লগাররা ধর্মান্ধদের হামলার শিকার হচ্ছে, অন্যদিকে সরকার ব্লগ সাইট বন্ধ করে দিচ্ছে৷ অর্থাৎ এখন দুই দিক থেকেই বাকস্বাধীনতা হুমকির মুখে৷ আমি আমাদের ব্লগটিকে উন্মুক্ত করে দেয়ার দাবি জানাচ্ছি৷''

নূর নবী দুলাল

দুলালের কথায়, ‘‘২০১৩ সালে এই ব্লগটি চালু করার পর থেকে আমি অব্যাহতভবে হুমকির মুখে আছি৷ আমাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে৷ আমি দেশেও থাকতে পারিনি৷ আমাকে এখন পরিবার ও দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে৷ এক দুঃসহ জীবনযাপন করছি আমি৷ কিন্তু তারপরও ব্লগ ছাড়িনি৷ ব্লগের প্রতি ভালোবাসার কারণে সব সহ্য করেছি৷ কিন্তু শেষ পর্যন্ত সরকার ব্লগটাই বন্ধ করে দিলো৷''

এদিকে ইস্টিশন ব্লগ খুলে দেয়ার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়েছে৷ একটি ক্যাম্পেইনের শিরোনাম: ‘ডিজিটাল বাংলাদেশ – ভেঙে দাও কণ্ঠরোধের শৃঙ্খল৷''

এর আগে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্লগ সাইট ‘সামহোয়্যার ইন ব্লগ'-এর কিছু লিংক বন্ধ করে দিয়ছিল বিটিআরসি৷ তবে সাইটটি পুরোপুরি বন্ধ করেনি৷ গত আগস্টে বিটিআরটি ৩৫টি নিউজ ও ব্লগ সাইট বন্ধ করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধে৷

প্রসঙ্গত, বাংলাদেশের বাইরে থেকে অবশ্য ইস্টিশন ব্লগ সাইটটি খোলা যাচ্ছে৷

বন্ধুরা, আপনারা কি ‘ইস্টিশন’ খুলতে পারছেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

হারুন উর রশীদ স্বপন, ঢাকা

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

মলডোভার সম্মেলন
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান