ইসলাম হবে সবচেয়ে ‘বড় ধর্ম'? | পাঠক ভাবনা | DW | 17.05.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইসলাম হবে সবচেয়ে ‘বড় ধর্ম'?

ভবিষ্যতে বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান থাকবে –যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণার এই ফলাফলের সাথে ডয়চে ভেলের অনেক পাঠকই একমত৷ তবে আমাদের ফেসবুক পাতায় কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন৷

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০৭০ সালে বিশ্বে থাকবে সবচেয়ে বেশি মুসলমান ধর্মের মানুষ৷ পাঠক মোহাম্মদের ধারণা, মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি  হয়ে যাবে ২০৭০ সালের  আগেই৷

পাঠক রাকিবও বিশ্বাস করেন যে, ২০৭০ সালে মুসলমানের সংখ্যাই হবে পৃথিবীতে সবচেয়ে বেশি৷

আর পাঠক শুকুর বলছেন, ‘‘২০৭০ সালে হবে আবার কী? ইসলাম ধর্ম সর্বকালেই সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় ধর্ম ছিল, আছে এবং থাকবে৷ এতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই''৷ পাঠক তামিম তাহমিদেরও ঠিক একই বিশ্বাস৷

তবে সাইফ আহমেদ মনে করেন, মুসলিম বেশি হবে ঠিকই কিন্তু তাদের ঈমানের কোনো ক্ষমতা থাকবে না৷

পাঠক আমিনুল ইসলাম শাহিন মনে করেন, ধর্ম নিয়ে এসব তথ্য প্রচার না করাই ভালো৷

অন্যদিকে পাঠক আদিত্য রাজ মন্ডল বিশ্বাসই  করছেন না যে, ২০৭০ সালে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি হবে৷ তাঁর ধারণা,  জোর করে ভয় দেখিয়ে অন্য মানুষকেহত্যা করে হয়তো সম্ভব হতে পারে, এমনিতে নয়৷

ডয়চে ভেলের পাঠক শিমুল রায় ফেসবুকে লিখেছেন, ‘‘শুধুমাত্র মাথা প্রতি ৮ থেকে ১০ জন করে বাচ্চা হলেই নাকি ২০৭০ সালে বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান হতে পারে৷''

আর জিসান সাগর জয় তো এ কথা বিশ্বাসই করেন না যে, বিশ্বে কখনো মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি হবে৷ বরং তিনি বলছেন, ইসলাম নাকি তখন থাকবেই না৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন