1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্রবাদী বৌদ্ধ ও মুসমানদের মধ্যে সংঘর্ষ

১২ মে ২০১৭

ইয়াঙ্গনে স্থানীয় মুসলমানদের সঙ্গে বাদানুবাদ ও হাতাহাতিতে এক মুসলিম ব্যক্তি আহত হন৷ এছাড়া কয়েকজনকে আটকও করে পুলিশ৷ সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর অভিযোগে বৌদ্ধ জাতীয়তাবাদী সাতজনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা৷

https://p.dw.com/p/2cq91
Malaysia Bangladesch - Schiff mit Hilfsgütern für Flüchtlinge in Bangladesch | Protest in Myanmar
ছবি: Reuters/S.Z. Tun

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ সেসময় দুই ভিক্ষুসহ বৌদ্ধ জাতীয়তাবাদী কয়েকজন মিনগালার তাউং নিয়ুন্ত এলাকায় রোহিঙ্গা মুসলিমদের খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছিল৷ এক পর্যায়ে স্থানীয় মুসলমানদের সঙ্গে তাদের হাতাহাতি হয়৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে এবং তিনজনকে আটক করে৷ এছাড়া দুই বৌদ্ধ ভিক্ষুসহ আরও সাত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ৷

রোহিঙ্গারা মুসলিম ধর্মের অনুসারী৷ অন্তত ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে বসবাস করে৷ তবে স্থানীয় বৌদ্ধদের দাবি, এরা মূলত বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী৷ তাই সব জায়গায় তাদের চলাচলে বিধিনেষেধ রয়েছে৷

ভোগান্তির শিকার রোহিঙ্গারা!

সহিংসতা ছড়ানোর অভিযোগে অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘‘গত সন্ধ্যায় তিনজন সাধারণ মানুষকে আটক করা হয়েছে৷ কিন্তু যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের কেউ গ্রেপ্তার হয়নি৷''

তবে স্থানীয় সংবাদপত্রগুলো বলছে উগ্রবাদীসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে৷ ইয়াঙ্গুনের জাতীয়তাবাদীরা প্রায়ই স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে৷ ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠান না করার পক্ষে প্রচারণা চালায়, এমনকি সম্প্রতি দু'টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে তারা৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)