হলে কারো যক্ষ্মা তার নাই রক্ষা | পাঠক ভাবনা | DW | 25.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হলে কারো যক্ষ্মা তার নাই রক্ষা

বিজ্ঞান প্রযুক্তিতে 'যক্ষ্মারোগের টিকা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা' শিরোনামের সংবাদটি পড়লাম৷ এই রোগে আক্রান্ত হওয়ার আগে এবং পরে এই টিকা লড়তে পারবে যক্ষ্মার বিরুদ্ধে৷

ডেনমার্কের কোপেনহেগেনের ‘স্টাটেন্স সেরাম ইনস্টিটিউট' এর বিজ্ঞানীদের আবিস্কৃত এই টিকা বিশেষ প্রোটিনের মিশ্রণ ঘটিয়ে যক্ষ্মার সক্রিয় এবং সুপ্ত জীবাণুর বিরুদ্ধে কাজ করবে তা জানতে পারলাম৷ এতোদিন যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিসিজি টিকা দেওয়া হতো৷ কিন্তু এখন যদি কারো যক্ষ্মা রোগ হয়েও যায় তার পরও টিকা দেওয়া যাবে৷ এখন তাহলে আর এই উক্তিটির স্বার্থকতা থাকবে না - "হলে কারো যক্ষ্মা তার নাই রক্ষা"৷ সুন্দর এই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

rlcamla@yahoo.com

আমি ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদ খুবই পছন্দ করি আর সেজন্য প্রতিদিনই আপনাদের অনুষ্ঠান শুনি এবং ওয়েবসাইট দেখি৷ সুমন কুমার মুন্ডা, কয়রা, খুলনা৷

আমি বলবো, যাঁরা একদিন ডয়চে ভেলের ওয়েবসাইট না দেখবে তাঁরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা থেকে পিছিয়ে যাবে৷ যক্ষ্মার নতুন টিকার কথা খবর জানতে পারলাম যা জেনে যক্ষ্মা রোগীদের মনোবল বৃদ্ধি পাবে৷ এশিয়াতে সব থেকে বেশি যক্ষ্মা আক্রান্ত মানুষ আছে৷ এটা দারুণ খবর আপনাদের ওয়েবসাইটে৷ কাঞ্চন কুমার চ্যটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷ kanchan@yahoo.com

অসংখ্য শ্রোতাবন্ধু ডয়চে ভেলেতে মতামত জানিয়ে থাকে বিভিন্ন মাধ্যমে৷ আর ইনবক্স-এ তার জবাব শোনার জন্য অপেক্ষা করে থাকে৷ ছোট্ট ইনবক্স-এ, মনে হয় শুধু সৌভাগ্যবানদের চিঠিরই জবাব পাওয়া যায়৷ ইনবক্স-এ কবে আরো বেশি শ্রোতার চিঠি স্থান পাবে সে অপেক্ষায় রইলাম৷ ইনবক্স-এর সময় বাড়ানো হোক এই পুরনো অনুরোধ আবার করলাম৷ শুভেচ্ছাসহ হোসেন আবেদ আলী, গুপ্তপাড়া, রংপুর৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে নানা তথ্য জানতে পারছি যা আমাদের অনেক কাজে লাগে৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদ, সংবাদ পর্যালোচনা এবং খেলাধুলার খবর আমার কাছে বেশি আকর্ষণীয়৷ এছাড়াও ক্যাম্পাস, বিজ্ঞান ডটকম, সবুজ পৃথিবী, ইনবক্স, হেল্থলাইন সবই ভালো লাগে৷ আসাদুল হক, চাঁদ গ্রাম, ভেড়ামারা, কুষ্টিয়া৷

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ এর আগে আপনাদের ঠিকানায় চিঠি লিখে উত্তর না পেয়ে সত্যিই খুব দুঃখিত৷ আপনাদের প্রচারিত বিশ্বসংবাদ, দক্ষিণ এশিয়ার খবর এবং বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদ শিরোনামসহ অন্যান্য পরিবেশনা আমার খুবই ভালো লাগে৷ একেএম নাসির উদ্দিন, সৈয়দপুর, মহব্বতপুর, নবাবগঞ্জ, ঢাকা৷

আমি ডয়চে ভেলের শ্রোতা ও পত্রদাতা৷ আমার কাছে প্রতিটি পরিবেশনা খুব ভালো লাগে৷ আমার পক্ষে এই অনুষ্ঠানে সমালোচনা করার কোন ক্ষমতা নেই৷ আপনাদের সবগুলো পরিবেশনাই প্রশংসার যোগ্য৷ মিলন প্রামাণিক, খান্দাঘোষ, বর্ধমান৷

অনুষ্ঠান শোনা শুরু করেছিলাম নিছক সময় কাটানোর জন্য, আজও সেভাবেই চলছে৷ আমাদের নেশা বলতে শুধু বেতার অনুষ্ঠান শোনা৷ এ অনুষ্ঠান শোনায় আপনারা যদি বাধ সাধেন তাহলে বলতে হবে সবই ঈশ্বরের ইচ্ছে৷ এখন আর দু’বেলা অনুষ্ঠান শোনা হয় না কারণ প্রভাতি আসর আপনারা এফএম এ প্রচার করেন বলে৷ তাই প্রতিদিন সান্ধ্য আসর মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনি, রিসেপশন মান যত দুর্বলই হোক না কেন৷ তবুও আমরা ডয়চে ভেলের সাথে আছি এবং থাকবো৷ আমাদের অবসর বিনোদনের একমাত্র মাধ্যম ডয়চে ভেলে ৷ ২০১১ তে আমরা যা চাই তা হলো, বিশ্বসঙ্গীতের আসর, জার্মান ভাষাশিক্ষার আসর এবং সপ্তাহে দুদিন সান্ধ্য আসরে ইনবক্স৷ ডয়চে ভেলে পরিবারের সকলে ভালো থাকবেন এই কামনা করে , অজয় কুমার সরকার, হটুদেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান৷