‘সাঈদীর ফাঁসির রায়ে ঈদের দিনের মতো খুশি লাগছে’ | পাঠক ভাবনা | DW | 28.02.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সাঈদীর ফাঁসির রায়ে ঈদের দিনের মতো খুশি লাগছে’

হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷

এ সম্পর্কে আজ ফেসবুকে পাঠকদের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা৷

এর উত্তরে ফেসবুকে পাঠকবন্ধুদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে৷ যেমন ফাঁসির পক্ষে মত দিয়ে আবুল হায়াত শিবলু লিখেছেন, ‘সাঈদির প্রাপ্য তিনি পেয়েছেন'৷

তাহিদুর ইসলাম লিখেছেন, এখানে জামায়াতে ইসলামীর আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি হয়নি, ‘ফাঁসি হয়েছে একাত্তরের দেলু রাজাকারের'৷

মানব পালও ফাঁসিকেই সঠিক রায় বলে মনে করেন৷

জাহিদুল আলম বলছেন শুধু সাঈদি নয়, ‘সকল রাজাকারের ফাঁসি কার্যকরী করা হোক'৷

মনের কথা ফেসবুকে তাঁর মনের কথা জানিয়েছেন ঠিক এভাবে, এই রায়ে আমি এতোটাই আনন্দিত যে, ‘ঈদের দিনের মত একটা খুশি খুশি হাওয়া বইছে আমার হৃদয়ে'৷

রাসেল শিকদার বলছেন ‘বাংলাদেশ আজ আরেকবার স্বাধীনতা অর্জনের স্বাদ পেল'৷

কায়সার হামিদ রবিন: এদেশে আবার ৭১ ফিরে এসেছে৷ তবে রাজাকার রাজাকারই৷ তার কোন দল, ধর্ম, পরিচয় নাই৷ তার পরিচয় শুধুই ‘রাজাকার'৷

জ.ই মানিক মনে করেন, ‘এই রায়ে জাতি আজ কলঙ্ক মোচনের পথে আরেক ধাপ এগিয়ে গেল'৷

নুরুদ্দিন চৌধুরী নিশ্চিন্ত মনে লিখেছেন, ‘এতোদিনে জাতির আশা পূরণ হয়েছে'৷

চলুন দেখা যাক সাঈদির ফাঁসির রায়ে যারা মোটেই খুশি হতে পারেননি তাদের দিকে৷

তারিককুজ্জান সামসুদ্দিন বলছেন – ‘এ রায় মিথ্যে'৷ কোনভাবেই তিনি এই রায় মানতে চাননা৷

আবু ইউসুফ পারভেজ, আশরাফুল ইসলামের এবং প্রবাল হাসান মনে করেন, ‘এটা একটা সাজানো নাটক'৷

মামুন রহমান এই বিচার প্রক্রিয়া সম্পর্কে সন্দীহান৷ তিনি বলছেন, ‘এই রায় সরকারের ইচ্ছামতো হয়েছে, তাই তিনি এটা অমরা মানেননা'৷

পাঠক নাঈমও এই রায়ের সাথে দ্বিমত পোষণ করেন৷

তবে বন্ধু সোহেল রানা হৃদয় কিন্তু বিচারকদের উপরই দায়িত্ব ছেড়ে দিয়েছেন৷ তিনি বলছেন, ‘সাঈদি দোষী প্রমাণিত হলে তাতে আমার আপত্তি নেই'৷

সজল নুরুজ্জামান সাঈদির রায় নিয়ে সরাসরি কিছু না বললেও বিচার প্রক্রিয়া নিয়ে তিনি মনে হয় তেমন সন্তুষ্ট নন৷ লিখেছেন, ‘বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ'

বোঝা যাচ্ছে বাপী রহমান দেশের পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন৷ তিনি মনে করে, ‘এই রায়ে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে'৷

মন্তব্যের জন্য ধন্যবাদ সকল ফেসবুক বন্ধুকে৷ এভাবেই সাথে থাকবেন সবসময় অনুরোধ করছি আমরা সকলে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন