‘সবার জন্য দূষণমুক্ত পানি চাই’ | পাঠক ভাবনা | DW | 04.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সবার জন্য দূষণমুক্ত পানি চাই’

আসন্ন ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতার বিস্তারিত খবর ডয়চে ভেলে থেকে প্রচার করার অনুরোধ করেছেন গোপালগঞ্জ থেকে পুরনো বন্ধু ফয়সাল আহমেদ৷

‘সবার জন্য দূষণমুক্ত পানি' প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ তবে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক হারে জমিতে জল সেচের জন্য অসংখ্য অগভীর নলকূপ হওয়াতে জলে আর্সেনিকের সন্ধান পাওয়া যাচ্ছে এবং জলের স্তর অনেক নিচে নেমে যাচ্ছে৷ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কি উপায় ? আশা করি আপনারা এ ব্যাপারে একটি প্রতিবেদন বের করবেন৷ সুহৃত ব্যানার্জী, ঝাঁউগ্রাম, বর্ধমান থেকে অনুরোধ করেছেন৷

আমি আপনাদের একজন শ্রোতা৷ ইন্টারনেটের মাধ্যমে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি৷ ওয়েবসাইট দেখছি নিয়মিত৷ ‘আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তি পাইনি' ওয়াসফিয়া নাজরীন এর সাক্ষাৎকারটি ভাল লেগেছে৷ ওয়াসফিয়ার সাক্ষাৎকার প্রচার ও প্রকাশের জন্য ডয়েচে ভেলেকে ধন্যবাদ জানিয়েছেন, শাহিনুর খাতুন (শিল্পী) সয়াধানগড়া (উত্তর পাড়া) ভাসানী রোড (মোল্লাবাড়ী মসজিদ এর নিকটে) সিরাজগঞ্জ৷

পশ্চিমের জানালা পর্বটি খুব ভালো লাগে জানিয়েছেন বদরগঞ্জ, রংপুর থেকে নতুন বন্ধু হুজাইফা৷

গত সপ্তাহের দুটি ইনবক্স ভালো লাগলো, ধন্যবাদ৷ মন্তব্য সমুদ্র গড়, বর্ধমান থেকে শ্রোতাবন্ধু প্রদীপ বসাকের৷

আমি ডি ডাব্লিউ-এর একজন নতুন শোতা৷ আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি৷ অনুষ্ঠান সূচি এবং জার্মান ভাষা শিখার বই প্রয়োজন, পাঠাবেন৷ মাসুদ রানা, মৃধা, পাবনা৷

পশ্চিমের জানালা পর্বে জার্মানিতে বর্জ্য থেকে কাঁচামাল উৎপাদনের কথা, এই প্রজন্ম পর্বে বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়ার কথা আমাদের ভালো লাগলো৷ জানিয়েছেন বিধান চন্দ্র টিকাদার, কৃষ্ণ পদ বাইন, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপাল গঞ্জ থেকে৷

আমি আপনাদের নতুন পত্র লেখক হলেও পুরাতন শ্রোতা৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে একথা সন্দীপন ভট্টাচার্য্য, সিলেট থেকে লিখেছেন৷

আমি গত একবছর যাবৎ আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং খুব ভালো লাগছে৷ আমার বিশ্বাস চিঠিটি আপনারা অনুষ্ঠানে পড়বেন৷ বদরুল ইসলাম, ধনুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়, বকসীগঞ্জ, জামালপুর৷

মতামত পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ৷ বন্ধুরা, আরো বেশি বেশি লেখার অনুরোধ রইলো৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

নির্বাচিত প্রতিবেদন