‘সদ্য সমাপ্ত বর্ণময় কার্নিভাল’ | পাঠক ভাবনা | DW | 16.06.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সদ্য সমাপ্ত বর্ণময় কার্নিভাল’

জার্মানিতে সদ্য সমাপ্ত বিশ্ব সংস্কতির বর্ণময় কার্নিভাল সম্পর্কে লেখা প্রতিবেদনটি পড়ে খুব ভাল লাগলো৷ সেখানে বসবাসরত বাঙালিরা তাদের সংস্কতির সাথে বিশ্ববাসীকে পরিচয় করে দেওয়ার যে চেষ্টা করেছে তাকে স্বাগত জানাই৷

বিজ্ঞান ও প্রযুক্তি পাতায় দেখলাম, পৃথিবীতে বিজ্ঞানের অসামান্য অগ্রগতি হয়েছে গুগলের তৈরি নতুন ল্যাপটপ কম্পিউটার অপারেটিং সিস্টেমের মাধ্যমে৷ এই কম্পিউটার ওজনে খুব হালকা ধরনের এবং ভেতরটা ফাঁপা৷ এই কম্পিউটারে নেই কোন ফাইল রাখার জায়গা এবং কম্পিউটার খুলে যাবে নিমিষেই৷ বিজ্ঞানের অগ্রগতির সাফল্য কিন্তু নির্ভর করে তার ব্যবহারের উপর৷ গোলাবারুদ, অস্ত্র যেমন মানুষের ক্ষতি করে, তেমনি মানুষের প্রাণ বাঁচাতেও সাহায্য করে৷ সুতরাং একই বস্তু থেকে দুই ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে৷ তাই আমরা যদি বিজ্ঞানকে ভাল কাজে ব্যবহার করি, তাহলে ভাল ফল পাবো আর খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে খারাপ ফল পাবো৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া৷

কার্নিভাল অনুষ্ঠানটি আমরা খুব মনযোগ সহকারে রেডিওতে শুনলাম৷ চারদিনের সুন্দর নাচ, গানের কথা ডয়চে ভেলের মাধ্যমে শুনে অনুপ্রাণিত হলাম৷ বাংলা ভাষার কথা ও গান শুনে আমাদের মন ভরে গেল৷ মেয়েদের দেহাতি কাপড় ও নূপুর বিদেশের কত মানুষ দেখেছে৷ কি বলে যে ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাবো তার কোন ভাষা আমাদের জানা নেই৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

সাইদের দাবি ‘পরকীয়া', পুলিশ বলছে বানানো গল্প –এ বিষয়ে ডয়চে ভেলের ওয়েবসাইটে পড়েছেন মো. সাখাওয়াৎ হোসেন৷ এসম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘আমি চাই বিষয়টি সঠিকভাবে অনুসন্ধান করে সাইদ সাহেবের শাস্তি হোক''৷

জার্মানির পলিয়াটিভ চিকিৎসার কথা জানলাম৷ দূরারোগ্য অসুখের যেখানে প্রচলিত চিকিৎসা উপকারে আসেনা, যন্ত্রণা থেকে মেলেনা সামান্যতম মুক্তি; সেখানে এই চিকিৎসা ভীষণ ভীষণ মানবিক৷ চিকিৎসার এই ধারা বিকশিত হোক দিকদিগন্তে৷ লিখেছেন চৈতালী ও ডা. সিদ্ধার্থ সরকার৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ