‘যেভাবে মন্দির ভাঙচুর হচ্ছে, ভয় হয়!’ | পাঠক ভাবনা | DW | 10.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘যেভাবে মন্দির ভাঙচুর হচ্ছে, ভয় হয়!’

আজ মুসলিমরা যে ভাবে সহিংস হয়ে মন্দির, প্রতিমা ভাঙচুর (নড়াইলের লোহাগড়া উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামে), হিন্দু মেয়েদের অপহরণ ও জোর করে ধর্মান্তরিত করছে (নরসিংদিতে), তাতে শেষে না হিন্দুদের সহিংস হতে হয়!

এ কথা লিখে গাজীপুর থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন গোবিন্দ চন্দ্র বর্মন৷ তাঁর ভয়, সরকার ও সংবাদমাধ্যম যেভাবে এ ধরনের ঘটনা এড়িয়ে যাচ্ছে, তা হিন্দুদের উত্তেজিত করতে পারে৷

গত এপ্রিল মাসে জার্মানি বেড়াতে গিয়ে দেখে এলাম কোলন, বন, ডুসেলডর্ফ, মিউনিখ এবং বার্লিনের মতো সুন্দর শহরগুলো৷ দেখলাম রাইন নদীর অপরূপ সৌন্দর্য, কোলনের বিখ্যাত ক্যাথিড্রাল, মিউনিখের বায়ার্ন মিউনিখ ক্লাবের স্টেডিয়াম, অলিম্পিক ভিলেজ, বিএমডব্লিউ মিউজিয়াম, বার্লিনের ভাঙা প্রাচীরের সামনে গিয়ে পুরনো ইতিহাসের স্মৃতি রোমন্থন করলাম৷

স্প্রে নদীর সৌন্দর্য, বিখ্যাত ব্রান্ডেনবুর্গ গেট, বুন্দেসটাগ দেখে মন ভরে গেল৷

Oktoberfest 2012

অক্টোবরফেস্ট....

জানা না থাকায় বার্লিনার স্প্রে পার্ক আর দেখা হয়নি৷ অবশ্য আজকের ওয়েবসাইটের প্রথম পাতায় ‘বার্লিনার স্প্রে পার্ক'-এর ওপর ১১টি ছবির লিংক দেখে, পার্কটি সম্পর্কে জানতে পারলাম৷

ইচ্ছা আছে আবারো জার্মানিতে বেড়াতে যাবার৷ তখন আমার সফরসূচিতে অবশ্যই থাকবে রাইন নদীতে নৌকা ভ্রমণ, রাইন উপত্যাকার রোম্যান্টিক শহরগুলো ঘুরে দেখা, ব্ল্যাক ফরেস্ট এবং বিয়ার উৎসব ‘অক্টোবরফেস্ট'৷ এছাড়া, বার্লিন থেকে বাসে করে প্রাগ যাবার পথে অল্প সময়ের জন্য দেখা ‘ড্রেসডেন' শহরটিও খুব ভালো লেগেছিল৷ তাই সে শহরটিও আবার দেখার ইচ্ছে আছে৷

তবে আবার যখন যাবো, তখন নিশ্চয় ডয়চে ভেলে স্টুডিওতে দেখা হবে আপনাদের সাথে৷ শুভেচ্ছা রইলো সকলের জন্য৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত থেকে লিখেছেন এ কথাগুলি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন