যেই জিতুক কেউই জনগণের অধিকারের বারোটা বাজাবে না | পাঠক ভাবনা | DW | 04.11.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

যেই জিতুক কেউই জনগণের অধিকারের বারোটা বাজাবে না

‘কখনো মনে হচ্ছে ট্রাম্প, কখনো বাইডেন’ বা ‘অ্যামেরিকায় পাব্লিক ভোটিংয়ে কিচ্ছু যায় আসে না, ইলেকটোরাল ভোটই আসল’ - মার্কিন নির্বাচনকে ঘিরে পাঠকরা এ রকম নানা মন্তব্য করেছেন, ফেসবুক পাতায়৷

‘মার্কিন নির্বাচনে যেই জিতুক কেউই জনগণের অধিকারের বারোটা বাজাবে না, ওদের মধ্যে শুধু বৈদেশিক মতাদর্শের পার্থক্য, অভ্যন্তরীণ জনগণের বিরুদ্ধে কেউই নয়৷ অ্যামেরিকার জনগণ আমার দেশের মত চা আর সিগারেটের আশায় নিজের স্বাধীন ভোটকে কলংকিত করে না৷ এর জন্যই ওটা অ্যামেরিকা, আর এর জন্যই আমরা ওই দেশের খোঁজখবর রাখি৷ অ্যামেরিকা এমনি এমনি সৃষ্টি হয়নি৷’ এই মন্তব্যটি ডয়চে ভেলের ফেসবুক পাতায় করেছেন পাঠক সাঈদ হাসান তবে তার দৃঢ় বিশ্বাস নির্বাচনে কিন্তু ট্রাম্পই জয়ী হবেন৷

পাঠক রিয়াজ মুন্নাও মনে করছেন ডনাল্ড ট্রাম্পেরজয় হবে নির্বাচনে৷ যদিও পাঠক দ্বিবেন্দু মন্ডল মনে করেন তাদের কাছে অ্যামেরিকার নির্বাচনের খবর রাখা মানে, ‘আদা ব্যাপারীর জাহাজের খোঁজ নেওয়ার মতো৷'

যদিও পাঠক বিলকিস ফাতেমার বিশ্বাস নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তিনি ট্রাম্পের পক্ষে মত জানিয়ে লিখেছেন,  ক্ষমতায় থেকেও ট্রাম্পকে হাড্ডাহাড্ডি লড়ায় করতে হচ্ছে৷আর সৈয়দ নাজমুল ইসলাম পায়েলের ধারনা, বর্তমান যুগটা এমন যে একবার ক্ষমতা পেলে কেউ ক্ষমতা ছাড়তে চায়না!

ডয়চে ভেলের পাঠক সালাউদ্দিন বেশ মজা করে ফেসবুক পাতায় লিখেছেন,  ‘ট্রাম্প যদি হেরে যায়, তবে তার জন্যে দায়ী হবে সে নিজেই৷ কারণ নির্বাচনের আগে সে বাংলাদেশের মতো সিইসি নিয়োগ দিতে পারেনি!’

আর আয়েশা ইসলাম এত তাড়াতাড়ি কোনো মতামত দিতে রাজি নন, তিনি জানান, ‘আমেরিকার পাব্লিক ভোটিংয়ে কিচ্ছু যায় আসে না৷ ইলেকটোরাল ভোটই আসল৷’ তবে তার বিশ্বাস ট্রাম্প-ই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷

আক্তার জামান ধরেই নিয়েছেন যে চুড়ান্ত ফলাফল পেতে আরো সময় লাগবে৷ পাঠক সজল রাজও মনে করছেন চুড়ান্ত ফলাফলের জন্য আরো অপেক্ষা করতে হবে, তিনি উদাহরণ দিয়ে জানিয়েছেন, ‘২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ এবং আল গোরের মধ্যে ভোটাভুটি হওয়ার পর ডেমোক্র্যাট আল গোর পেয়েছিলেন ২৬৭ ইলেকটোরাল ভোট আর রিপাবলিকান বুশ পেয়েছিলেন ২৪৬ভোট৷ শুধুমাত্র ফ্লোরিডা অঙ্গরাজ্যের ২৫টি ভোট বাকি ছিল৷ সেখানে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এতো কম ছিল, যে সপ্তাহের পর সপ্তাহ জুড়ে ভোট গণনা চলছিল৷ অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে সেটির ফয়সালা হয়৷ জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন৷’

আর পাঠক হাসিবুল হাসান মিতুলের মন্তব্য এরকম, ‘যুক্তরাষ্ট্রে শক্তিশালী ইহুদিরা আর তাঁরা এবারো ট্রাম্পের পক্ষেই৷ যুক্তরাষ্ট্রের মোট বিজনেসের ৬০% কেবল ইহুদিদের দখলে৷ তারা তাদের স্বার্থে কাজ করা প্রেসিডেন্টের জন্য কূটনৈতিক বা কৌশলগত ও অর্থ দিয়েও লড়ে, এটাই বাস্তবতা৷’ অর্থাৎ পাঠক মিতুলের বিশ্বাস ট্রাম্পের জয় নিশ্চিত৷

‘কখনো মনে হচ্ছে ট্রাম্প, কখনো বা মনে হচ্ছে বাইডেন!’ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে এরকম দ্বিধায় পড়েছেন পাঠক আরিয়ান রফি৷ তবে  পাঠক আজিজুল হক, তানভীর খান, দাউদ শাহিরুন মাহিনসহ অনেকেই কিন্তু জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন