ম্যান্ডেলার মৃত্যুতে ডিডাব্লিউর পাঠকদের প্রতিক্রিয়া | পাঠক ভাবনা | DW | 06.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ম্যান্ডেলার মৃত্যুতে ডিডাব্লিউর পাঠকদের প্রতিক্রিয়া

শেষ হলো আরো একটি মহাকালের, একটি মহাযুগের৷ মাদিবার (নেলসন ম্যান্ডেলা) মৃত্যুতে সারা বিশ্বের মতো আমরাও শোকাহত! – এভাবেই ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় প্রতিক্রিয়া জানিয়েছেন চিস্তিয়া আহমেদ৷

এছাড়া মেঘ রাজ লিখেছেন, ‘‘নেলসনরা চলে যায়... বর্ণ, ধর্ম বিদ্বেষ যায় না...তবু লড়াই করে মানুষ... নতুন দিনের স্বপ্নে৷'' মো: আনোয়ার ইবনে করিম এর মন্তব্য, ‘‘তারকা কখনো খসে পড়ে না৷''

অতীশ ভট্টাচার্য লিখেছেন, ‘‘মাদিবারা কখনো মারা যায় না৷'' আর সুমন ইসলাম বলেছেন, এটা বিশ্বের জন্য একটা খারাপ সংবাদ৷ মো: তানজিলুর রহমান ম্যান্ডেলাকে ‘সেরাদের সেরা' বলে আখ্যায়িত করেছেন৷

এদিকে ম্যান্ডেলার মৃত্যু সংবাদ খুবই তত্পরতার সাথে ডয়চে ভেলের পাতায় তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন বন্ধু সুভাষ চক্রবর্তী৷ নতুন দিল্লি থেকে তিনি লিখেছেন, নেলসন ম্যান্ডেলার ৯৫ তম জন্মদিন নিয়ে যে ছবিঘরের পরিবেশনা আমরা আগে পেয়েছিলাম, ‘ঝরে পড়লো ‘মাদিবা' নামের নক্ষত্রটি...' শীর্ষক প্রতিবেদনের সাথে তাঁর ৯৫তম জন্মদিনের স্মৃতি আবার রোমন্থন করলাম৷ নেলসন ম্যান্ডেলার প্রয়াত আত্মার প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন