বিশ্বকাপের নতুন বল ‘ব্রাজুকা' | পাঠক ভাবনা | DW | 05.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপের নতুন বল ‘ব্রাজুকা'

আগামীকাল বিশ্বকাপ ফুটবলের ‘ড্র' অনুষ্ঠান৷ বিষয়টি নিয়ে ডয়চে ভেলের খেলার পাতায় ইতিমধ্যে একটি প্রতিবেদন পেয়েছি৷ সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছে কোন দল ‘গ্রুপ অফ ডেথ'-এ পড়বে আর কারা পাবে সহজ প্রতিপক্ষ৷

তাই খবরের কাগজের পাশাপাশি তাকিয়ে আছি ডয়চে ভেলের ওয়েবসাইটের দিকেও৷ এর মধ্যে বিশ্বকাপের নতুন বল নীল, সোনালী আর সবুজ রঙের ‘ব্রাজুকা' প্রকাশ করেছে ব্রাজিল৷ প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ‘জাবুলানি' বল নিয়ে যেমন বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবারের এই ‘ব্রাজুকা' নিয়েও নতুন কোনো বিতর্কের সৃষ্টি হবে কি? শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

Brasilien Fußball WM 2014 Ball Brazuca Feier

‘জাবুলানি' বল নিয়ে যেমন বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবারের এই ‘ব্রাজুকা' নিয়েও কি নতুন কোনো বিতর্কের সৃষ্টি হবে?

‘নির্বাচন না হলে মৌলবাদের উত্থান হবে' – এই প্রতিবেদনটি পড়ে জার্মানিতে বসবাসরত নাওয়াজ লিখেছেন, ‘‘মৌলবাদ নামক জুজুর ভয় জনগণ আর বিশ্বাস করে না৷ এটা মার্কিনি ইহুদি সম্প্রসারণবাদী ও তাদের নব্য মিত্র ভারতের অর্থপুষ্ট গোপন ঘাকতচক্র! এরশাদ একজন বহুরূপী সরীসৃপ!''

একই প্রতিবেদন পড়ে মো: সোহেল রানা হৃদয় ঢাকা সেনানিবাস, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘এরশাদ সাহেবের নানা কথা নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে৷ এটা আসলে একটা খেলা বলে মনে হচ্ছে৷ তাঁকে সবাই খারাপ দৃষ্টিতে দেখলেও আমার কাছে কিন্তু তিনি একবারে খারাপ নয়৷ আমরা পুরুষদের সাথে থাকতে চাই না কেন জানি না৷ পুরুষ মানুষ বলে কথা....আসুন, আমরা সবাই এরশাদ সাহেবের পাশে এসে দাঁড়াই৷''

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন