‘বন্যা আহমেদের ‘থিংক’ অনেক সাজানো গোছানো’ | পাঠক ভাবনা | DW | 09.09.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বন্যা আহমেদের ‘থিংক’ অনেক সাজানো গোছানো’

‘‘‘থিংক’-এর ভিডিওগ্রাফি এবং সম্প্রচার ভালো লাগছে দেখতে’’ মন্তব্যটি ডয়চে ভেলের ফেসবুক পাতায় একজন পাঠকের৷ ‘থিংক বাংলা’ নামের নতুন এই ইউটিউব চ্যানেলের বিষয়ে কেউ কেউ বেশ মুগ্ধ৷

ফাইল ছবি

ফাইল ছবি

মানুষকে ‘প্রকৃত তথ্য’ দিতে চ্যানেলটি চালু করেছেন বন্যা আহমেদ এবং ইমতিয়াজ সামস৷

ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ বিষয়ে পাঠক আবির আহমেদ লিখেছেন, ‘‘বন্যা আহমেদের চ্যানেলটা আমি শুরু থেকেই ফলোআপ করছি৷ উনাদের কন্টেন্ট অনেক সাজানো গোছানো৷’’ তবে তিনি মনে করেন ‘চ্যানেলটি যে সাড়া জাগিয়েছে’- ডয়চে ভেলের এ দাবি ঠিক নয়৷

আর পাঠক রেজাউল জানিয়েছেন, বন্যা আহমেদের লেখা ‘বিবর্তনের পথ’ বইটা তার আসাধারণ লেগেছে৷ তিনি লিখেছেন, ‘‘সুযোগ পেলে বাঙালি নারীও যে বিজ্ঞান চর্চা করতে পারে বন্যা আহামেদ তার উদাহরণ৷’’

ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার ইউটিউব

‘‘বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক ও সঠিক তথ্যসমৃদ্ধ ইউটিউব চ্যানেল হাতেগোনা মাত্র কয়েকটি ৷ ইউটিউবের বেশিরভাগ বাংলা চ্যানেল ভুল বা মিথ্যা তথ্য প্রচার করে থাকে৷ বাংলায় উন্নত মানের ও তথ্য সমৃদ্ধ সম্প্রচার অবশ্যই প্রয়োজন৷ ‘থিংক’-এর ভিডিওগ্রাফি এবং সম্প্রচার ভালো লাগছে দেখতে’’ এই মন্তব্য পাঠক মাহমুদুল হসান শুভর৷

থিংক বাংলা সম্পর্কে সজল মন্ডলের ছোট্ট মন্তব্য, ‘‘প্রশংসনীয় উদ্যোগ৷’’

থিংক বাংলার তথ্যগুলো ডয়চে ভেলে ফেসবুক পাতায় প্রকাশ করায় পাঠক গোলাম রব্বানী ডয়চে ভেলেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘‘বাংলাভাষী মানুষের চিন্তার দেয়াল ভেঙে ফেলার সাথে, মুক্ত চিন্তা করতে পারার ভয়টাকে মুখোমুখি হতে ডয়চে ভেলে চিরদিন রয়েছে এবং থাকবে৷’’

পাঠক নিরঞ্জন থিংক-এর শুভকামনা করছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা:আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন