তাঁদের কারণেই রবীন্দ্র সংগীত হারিয়ে যায়নি | পাঠক ভাবনা | DW | 20.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

তাঁদের কারণেই রবীন্দ্র সংগীত হারিয়ে যায়নি

হেল্থলাইন পর্বে এ্যম্ব্রোসিয়া নামক এ্যলার্জি বর্ধক গাছের কথা সপ্তাহ দুয়েক পরে আবার শুনলাম৷ ভাল লাগল তবে একবার শোনা অনুষ্ঠান বারবার শুনতে কার মন চায় বলুন৷

 আমরা নতুন কিছু আশা করেছিলাম৷ যাক যা হওয়ার তা হয়ে গেছে৷

তবে নাসার শাটল অভিযান বন্ধ হওয়ার পর তারা মহাকাশ গবেষণায় আবার এগিয়ে এসেছে এটা আমার অনুসন্ধিৎসু মনকে আনন্দের জোয়ারে ভাসিয়ে নিল৷ ভবিষ্যতে নাসা যে উচ্চক্ষমতা সম্পন্ন রকেট আবিষ্কার করার প্রস্তুতি নিয়েছে সে প্রয়াস সফলতা লাভ করুক৷ ভিন গ্রহে পড়ুক মানুষের পদচিহ্ন, নতুন ইতিহাস রচিত হোক, সূচিত হোক মানবের বিজয় কথন৷ এ প্রত্যাশায়, কাজল রঞ্জন ঘোষ, কপিলমুনি৷ 

আশা করি ভাল আছেন বিভাগীয় সকলে৷ রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পরিবেশনায় পাকিস্তান আমলে রবীন্দ্র সংগীতের চর্চা বিষয়ে সনজীদা খাতুনের সাক্ষাৎকারে তখনকার সামাজিক সংস্কৃতিক পরিস্থিতি বিষয়ে সম্যক ধারণা পেলাম৷ এ রকম বিরূপ পরিস্থিতিতেও রবীন্দ্র সংগীত চর্চা করে তাঁরা রবীন্দ্র সংগীতের প্রতি প্রবল অনুরাগের পরিচয় দিয়েছেন৷ তাঁদের কারণেই রবীন্দ্র সংগীত আজও হারিয়ে যায় নি৷

অন্যদিকে অপরাধী সনাক্তকরণে ফরেন্সিক বিশেষজ্ঞদের গবেষণা অবাক করার মত৷ অপরাধ দমনে তাদের এ গবেষণার প্রয়োজনীয়তা অপরিসীম৷ তাদের গবেষণা সাফল্যমণ্ডিত হোক এপ্রত্যাশা আমাদের সকলের৷ ধন্যবাদ এ ধরনের পরিবেশনার জন্য৷ সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

সবিনয় নিবেদন এইযে, আজ বাংলাদেশে বড় ধরনের ভুমিকম্প আঘাত এনেছে এটা  রাত ১০.৫৫ মিনিটেও ডয়চে ভেলের ওয়েবসাইটে দেখা যায়নি৷ ভুমিকম্প হয়েছে সন্ধ্যা ৭টার আগে৷  আপনাদের শুধু জানাচ্ছি যে,  ভুমিকম্পের খবর অন্যান্য ওয়েবসাইটে দেখা গেছে৷ অসিত কুমার দাশ মিন্টু , ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক