গুগল-এ বাংলা ভাষা | পাঠক ভাবনা | DW | 14.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গুগল-এ বাংলা ভাষা

সকালের অনুষ্ঠানে পোশাক প্রযুক্তি সম্পর্কে পরিবেশনাটি শুনে সত্যি খুব ভাল লাগল৷ এমন সব অজানা তথ্য ডয়চে ভেলের কাছ থেকে প্রতিনিয়ত সংগ্রহ করতে পেরে আমরা কৃতজ্ঞ৷

জানিয়েছেন বাপ্পা দেবনাথ, ঘোষনগর, তালা, সাতক্ষীরা থেকে৷

গতকাল রাতের তাজা খবরে শুনলাম, আফগানিস্তানের কয়েকটি জায়গায় আবার তালেবান জঙ্গিরা হামলা করেছে৷ এ সম্পর্কে আলোচনাটি  দারুণ হয়েছে, ধন্যবাদ৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

দু'বেলাই অনুষ্ঠান শুনি এবং ভালো লাগে৷ অনেকদিন যাবত ডয়চে ভেলের অনুষ্ঠান শুনলেও, এটাই কিন্তু আমার প্রথম এসএমএস৷ এভাবেই লিখেছেন জমছড়া, রংপুর থেকে শ্রোতাবন্ধু এ কুদ্দুস৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত মনোমুগ্ধকর নিত্যদিনের আয়োজনের অসংখ্য ধন্যবাদ৷ নতুন এক অজানা অধ্যায় ডয়চে ভেলেতে ঢুকতে পেরে আমি খুবই আনন্দিত৷ সিংদই, হাটিবান্ধা, নীলফামারী থেকে লিখেছেন আমাদের নতুন বন্ধু মোতাহার হোসাইন মজনু৷ 

রাতের অনুষ্ঠানে ক্যাম্পাস পর্বে রাহুল দেওয়ান-এর সাক্ষৎকার শুনে খুব ভাল লাগল৷ বাপি দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডিএক্সিং ক্লাব, ঘোষনগর, তালা৷

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারত বর্ষের সাহিত্য জগতের শ্রেষ্ঠ নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথের মুক্তির আকুলতা ও স্বাধীনচেতা মানসিকতার প্রমাণ পেলাম৷ তাঁর দেশপ্রেম আমাদের মুগ্ধ করেছে, করেছে অভিভূত৷ তাই তাঁর প্রতি শ্রদ্ধাবোধ আজ কানায় কানায় পূর্ণ৷ আমাদের মনোরাজ্যে তাঁকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করার জন্য ডয়চে ভেলের ধন্যবাদ৷ চন্দন কুমার দে, কপিলমুনি, খুলনা৷

আমি রেডিও ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত এবং পুরনো শ্রোতা৷ আজকাল মিডিয়াম ওয়েভে ও ইন্টারনেটের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান শুনছি আর ফেইসবুক পেইজেও নিউজ আপডেট পাচ্ছি৷ আমার সাথে আমার অফিসের কয়েকজন বাঙালি বন্ধুও আজকাল আপনাদের অনুষ্ঠান শোনেন ইন্টারনেটের মাধ্যমে৷ তবে প্রচন্ড কাজের চাপে আমারা কেউ চিঠি বা ইমেইল করতে পারছি না৷ আশা করছি বুঝতে পারবেন৷

নীচে আপনাদের সেপ্টেম্বর/ অক্টোবর মাসের বিশেষ ধাঁধার উত্তর লিখে পাঠাচ্ছি৷ আশা করছি ঈশ্বরের কৃপা থাকলে এবারে একজন পুরস্কার বিজয়ী হতে পারব৷ লিখেছেন শ্রোতাবন্ধু পৃথ্বীরাজ পুরকায়স্থ, পুব বঙ্গলপুখুরী, পোথার, যরহাট থেকে৷  

১৪ সেপ্টেম্বর সমাজ জীবন পাতায় ‘এলার্জি উদ্দিপক উদ্ভিত এমব্রোসিয়া নিধন অভিযান' খবরটি পড়ে জার্মানিতে এমব্রোসিয়া বা ব়্যাগউইড নামক উদ্ভিদ ছড়িয়ে যাওয়া সম্পকে অনেক তথ্য পেলাম৷ আরো জানলাম এই উদ্ভিদের সংস্পর্শে এলে চুলকানির সূষ্টি করে ও নাক, চোখ দিয়ে পানি পড়ে এবং হাপানির মত কঠিন রোগের সৃষ্টি হতে পারে৷ এই উদ্ভিত দমন করতে না পারলে কঠিন সমস্যার সৃষ্টি হতে পার বলে মনে করা হচ্ছে৷ বিশেষজ্ঞরা মনে করছেন, পূর্ব ইউরোপ থেকে আসা পাখির খাদ্যের মাধ্যমে নিরীহ এই উদ্ভিদের মধ্যে এই সমস্যার সূষ্টি হয়েছে৷ সমস্যাটি দূর করার জন্য জার্মান সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, মিরপুর কুষ্টিয়া থেকে লিখেছেন৷

সবিনয় নিবেদন এই যে, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এফএম ব্যান্ডে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে৷ আপনাদের অনুষ্ঠান সকাল ৮টা ও রাত  ৮টায় প্রচার নির্ধারিত, কিন্তু চট্টগ্রাম বেতার ডয়চে ভেলের অনুষ্ঠান প্রচার শুরু করে ৮টার একটু পরে ফলে অনেক সময় অনুষ্ঠানের শুরুর বিষয় শুনতে পারিনা৷ অনুষ্ঠান যেন ঠিক ভাবে শুনতে পারি তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি৷ বাংলাদেশের ৬টি কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচার করা হয়  ঢাকা, খুলনা, রাজশাহী,  চট্টগ্রাম, সিলেট, রংপুরেরও একই অবস্থা৷ আপনারা ব্যবস্থা করেন যাতে আমরা নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনতে পারি৷

গতকাল সকালের অনুষ্ঠানে বাংলাদেশ মিয়ানমারের সমুদ্রসীমা নিয়ে মামলার বিবরণ শুনলাম৷ ভাল লেগেছে প্রতিবেদনটি৷ বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায় করতে পারবে বলে আশা করেন চট্টগ্রামের বন্ধু অসিত কুমার দাশ মিন্টু৷

মহান সাহিত্যিক গ্যোয়টের কালজয়ী রচনা ‘ফাউস্ট' অবলম্বনে একটি চলচ্চিত্র স্বর্ণ শিংহ জিতেছে জেনে ভীষণ ভালো লাগলো৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ৷

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে নানা তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ৷ আমরা জার্মান পোস্টাল সার্ভিস সম্পর্কে আরো বেশি জানতে চাই৷ ফয়সাল আহমেদ, সুলতানশাহী, গোপালগঞ্জ৷

আশা করি ভালো আছেন বিভাগীয় সকলে৷ গতকালের হেল্থলাইনে পানিতে ব্যাক্টেরিয়া সংক্রমনের ফলে মনে হতাশার জন্ম দিল৷ এ থেকে পানীয় জলকে নিরাপদ রাখতে গণসচেতনতার প্রসার করতে হবে৷ এছাড়া বিজ্ঞান ডট কমে গুগল-এ বাংলা ভাষাকে সংযুক্ত করে অসাধারণ যোগ্যতার আসনে অধিষ্ঠিত করেছে৷ এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়৷ যদিও এতে কিছু ত্রুটিবিচ্যুতি রয়েছে৷ তথাপি এর মধ্যে অপার সম্ভাবনা বিদ্যমান৷ যার বিকাশে এগিয়ে আসতে হবে আপনাকে আমাকে সকলকে, তবেই সফলতার দেখা মিলবে৷ বাংলা ভাষা ছড়িয়ে পড়বে বিশ্বের সকল প্রান্তে৷ এ প্রত্যাশায়ই করছেন কপিলমুনি থেকে কাজল রঞ্জন ঘোষ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ