ক্ষমতা দখলের রাজনীতির খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে | পাঠক ভাবনা | DW | 10.12.2008
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ক্ষমতা দখলের রাজনীতির খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহার নিয়ে সুধী সমাজ অনুষ্ঠানে সাক্ষাৎকারসহ পরিবেশনা থেকে বিস্তারিত তথ্য জানতে পারলাম৷

আমি মনে করি যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য যে বিষয়টি জরুরী তা হলো রাজনৈতিক দলগুলিকে কেবলমাত্র ক্ষমতা দখলের রাজনীতির খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে এবং দেশের জনগণের মঙ্গলের জন্য আন্তরিকাতার সাথে এবং সুচিন্তিতভাবে বিরোধী দলগুলিকে সাথে নিয়ে একজোট হয়ে কাজ করতে হবে৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

সুধী সমাজ অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ সময়োপযোগী পরিবেশনায় বদিউল আলম মজুমদারের সাক্ষাৎকার ভালো লাগলো৷ ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গীকারনামা আদায় একান্ত প্রয়োজন৷ আনিসুর রহমান, নওয়াবেঁকী, সাতক্ষীরা, বাংলাদেশ৷