এক পাঠক-বন্ধুর পাঠানো কিছু প্রস্তাব | পাঠক ভাবনা | DW | 13.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এক পাঠক-বন্ধুর পাঠানো কিছু প্রস্তাব

‘‘কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত কয়েকটি প্রস্তাব আমি ডয়চে ভেলের কাছে উপস্থাপন করছি৷ আশা করি ডয়চে ভেলে আমার প্রস্তাবগুলো বিবেচনা করে দেখবে৷''

ঠিক এভাবেই পাঠক বারিক তাঁর লেখা শুরু করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘প্রতিযোগিতা ও আর্কষণীয় পুরস্কার – এ সবই শ্রোতা/পাঠকদের মন আকৃষ্ট করে৷ অর্থাৎ সত্যি কথা বলতে কি গুড় থাকলে পিঁপড়ের অভাব হয় না৷''

বন্ধু এম.এ. বারিকের পাঠানো প্রস্তাবগুলি হলো –

১.ওয়েবসাইটের প্রতিবেদনের ভিত্তিতে মাসিক জ্ঞান যাচাই কুইজ চালু করা হোক৷

২.ডয়চে ভেলের একটি টিভি অনুষ্ঠান থাকবে এবং তাতে সাপ্তাহিক কুইজ থাকবে৷ উদাহরণ হিসাবে অন্বেষণের কথা বলা যায়৷

৩. আপনারা যেহেতু বলেছেন পাঠকদের পাঠানো ছবিগুলো থেকে প্রতিযোগিতা থাকবে, তাই ছবিঘর প্রতিযোগিতা থাকলে ভালোই হবে৷

৪. আপনাদের নিয়মিত পাঠকদের পাঠানো ই-মেল, মন্তব্য, ছবি ইত্যাদির ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ পাঠক নির্বাচন করা যেতে হতে পারে৷

তাঁর কথায়, ‘‘...এই সব প্রতিযোগিতা থাকলে পাঠকদের সাড়া পাওয়া যাবে বলে আমার বিশ্বাস৷ আর হ্যাঁ, আমার প্রস্তাবগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমার সার্থকতা৷ অন্যান্য পাঠকবন্ধুদেরও আমার প্রস্তাবগুলোকে সমর্থন দেওয়ার অনুরোধ রইল৷ এম.এ. বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

- ধন্যবাদ ভাই বারিক, আপনার প্রস্তাবের জন্য৷ আপনার চারটি প্রস্তাবের মধ্যে একটি, অর্থাৎ আপনার দ্বিতীয় প্রস্তাবটি কিন্তু আমরা ইতিমধ্যেই শুরু করেছে এবং এটা প্রতি সপ্তাহেই চলছে৷ আর তৃতীয় নম্বর প্রস্তাবটি আমাদেরই৷

আপনার পাঠানো বাকি দুটো প্রস্তাব নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে৷ আশাকরি অন্য বন্ধুরাও আপনার প্রস্তাবগুলো পড়বেন এবং তাঁদের মতামতও জানাবেন৷ আমাদের কাছে আরো কেউ কেউ প্রস্তাব পাঠাচ্ছেন, সেগুলোও আমরা আগামীতে ‘পাঠক ভাবনা'-র পাতায় অবশ্যই তুলে ধরবো৷ এবং প্রতিযোগিতা বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের জানাবো৷ তাই সবার কাছে আবারো অনুরোধ আপনাদের মতামত, পরামর্শ, প্রস্তাব জানিয়ে দিন আমাদের৷ ভালো থাকবেন প্রিয় বন্ধুরা!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন