আরব বিশ্বের হাস্য কৌতুক নিয়ে মজার পরিবেশনা | পাঠক ভাবনা | DW | 19.06.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আরব বিশ্বের হাস্য কৌতুক নিয়ে মজার পরিবেশনা

আরব বিশ্বের হাস্য কৌতুক নিয়ে মজার এক পরিবেশনা শুনলাম৷ আরব বিশ্বের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক উন্নয়নের জন্য ধর্মীয় সংস্কৃতির আদান-প্রদান জোরদাড় করতে হবে৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, নওগাঁ, বাংলাদেশ৷

সেতুবন্ধে মুসলিম বিশ্বের হাসিঠাট্টা নিয়ে প্রতিবেদন, হাসান মাহমুদের সাক্ষাৎকার ও টুকরো সংবাদ ভালো লাগলো৷ পশ্চিমা দুনিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়নে দরকার একে অপরকে আরো বেশি করে জানা-বোঝা, দুই অঞ্চলের সাহিত্য সংষ্কৃতির আদান-প্রদান বাড়ানো৷ বিধান চন্দ্র টিকাদার, গোপালগঞ্জ৷

সেতুবন্ধ ভীষন ভীষন ভালো লাগলো৷ মুসলিম বিশ্বের রসবোধ, হাসিঠাট্টা-- বিষয় হিসেবে অত্যন্ত ব্যতিক্রমী, অত্যন্ত আকর্ষণীয়৷ হাসান মাহমুদের সাক্ষাৎকারটি চমৎকার হয়েছে৷ পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জ থেকে চৈতালী সরকার এবং ড. সিদ্ধার্থ৷