অন্বেষণ কুইজের এবারের বিজয়ী | পাঠক ভাবনা | DW | 04.11.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের এবারের বিজয়ী

অন্বেষণের সাপ্তাহিক কুইজে অনেকেই অংশ নিয়েছেন৷ তবে সঠিক উত্তর দিয়েছেন মাত্র কয়েকজন৷ এর মধ্য থেকে লটারিভাগ্য সবচেয়ে বেশি সুপ্রসন্ন ছিল একজনের৷

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এবারের প্রশ্ন ছিল, বিপন্ন কচ্ছপদের বাঁচাতে কোন দেশে উদ্যোগ গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কম্বোডিয়া৷ তবে বেশিরভাগই উত্তর লিখেছেন জার্মানি৷ কিন্তু একটু খেয়াল করে প্রতিবেদনটি পড়লে দেখবেন সেখানে লেখা আছে, জার্মানির ম্যুন্সটার চিড়িয়াখানার সহযোগিতায় ‘আঙ্কর সেন্টার ফর কনসার্ভেশন অফ বায়োডাইভার্সিটি' বা এসিসিবি কচ্ছপ বাঁচাতে একটি প্রকল্প হাতে নিয়েছে৷ এবং সেটি নেয়া হয়েছে কম্বোডিয়ায়৷

এবার বিজয়ী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এম, এ নবী৷ আপনাকে অভিনন্দন৷ ফেসবুকে দেয়া আপনার ঠিকানায় শিগগির পুরস্কার পৌঁছে যাবে৷

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

সবার প্রতি আরেকটি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানাটাও দেবেন, ঠিকানা না পেলে তো পুরস্কার পাঠানো যায় না!

ডয়চে ভেলের সকল বন্ধুর জন্য রইলো শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ