গরীবরা ধরবে ধনীদের ব্যবসার চাকা, চাকা ঘুরলেই ধনীদের টাকা | পাঠক ভাবনা | DW | 06.04.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

গরীবরা ধরবে ধনীদের ব্যবসার চাকা, চাকা ঘুরলেই ধনীদের টাকা

গরীবদের অসহায়ত্ব নিয়ে সরকারের এরকম তামাশা? মন্তব্যটি ফেসবুক পাতায় একজন পাঠকের৷ পোশাককর্মীরা সঠিক নির্দেশনা না পাওয়ায় পড়েছেন দুর্ভোগে৷ আর এই দুর্ভোগের জন্য পাঠকদের অনেকে সরকারকে দায়ী করেছেন৷

‘‘এভাবে আমাদের না মেরে বোমা মেরে একবারে শেষ করে দিক৷ স্বার্থপর এই দুনিয়ায় দরিদ্র হয়ে জন্ম নেওয়াই অপরাধ৷ যাদের ঘামের গন্ধ লেগে আছে দুনিয়ার নানা জায়গার পোশাকে সেখানে এই শ্রমিকরাই অবহেলিত৷ হায়রে দুনিয়া,'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় মন্তব্য পাঠক সাইদুল বাসারের৷

‘‘সমন্বয়ের অভাব মানবজীবনে কী যে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে,তা বর্তমান সরকারের সমন্বয়হীন কার্যক্রম৷ এত্তো উন্নয়নের গল্প নামক কথা বলে অর্থনীতির বারোটা বাজিয়ে বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে তা বিশ্বের কাছে প্রমাণ উদাহরণ স্বরূপ৷ স্টে হোম, লকডাউন মানে কি? সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারান্টিন নিশ্চিতে কাজ করা সেনাবাহিনীর তৎপরতা এখানে নীরব কেনো? সরকার সবাইকে ঘরে থাকতে বলার পরেও কিভাবে মালিক পক্ষ তাদের প্রতিষ্ঠান খোলা রাখছে? একটা রাষ্ট্র কত ইররেসপন্সিবল হলে লাখো মানুষকে ঢাকার বাইরে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়, কত বড় নিপীড়ক হলে লকডাউন অন্তর্বর্তীকালীন কোনরকম খাদ্য-চিকিৎসার ব্যবস্থা না করে পেটোয়া বাহিনী নামিয়ে পিঠের ছাল তুলে-হাত ভেঙে দেশপ্রেমিকদের হাত তালি কামায়, কত আনসিস্টেম্যাটিক হলে অপরিহার্য ঘিঞ্জি পরিবেশের কারখানা খুলে দিয়ে গণপরিবহন বন্ধ করে রেখে দেয়৷ লজ্জাজনক বিষয়৷ এই মানুষগুলা এই রোদে গরমে হেটে আসার পরে এমনিতেই ক্লান্তিতে জ্বর সর্দিকাশি শুরু হয়ে যাবে,তারপরে করোনা সন্দেহে হয়ত বা বিনা চিকিৎসাতে মারা যাবে৷ এদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে,'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় বিস্তারিতভাবে এই মতামত জানিয়েছেন পাঠক ফয়সাল আহমেদ৷

হ-য-ব-র-ল অবস্থা বাংলাদেশর করোনা প্রতিরোধ ব্যবস্থা... মন্তব্য পাঠক ইকবাল হোসেন সবুজের৷

তবে সরকার একটা আত্মঘাতী সিদ্ধান্তে ভয়াবহ রূপ নেবে বাংলাদেশে করোনা ভাইরাস- মনে করেন মহিন খান৷

আর শামীম সারোয়ায় কিছুটা বিদ্রুপের সুরে লিখেছেন, ‘‘গরিবের শরীরে এমনিতেই ভাইরাস, ব্যাক্টেরিয়া তাই ওদের বেশি সমস্যা নেই৷ সমস্যা শুধু ধনীদের৷ তারা গরিবকে মানুষ মনে করে না৷''

তবে সিদ্ধান্ত যিনি দেন দায়টাও তার, কারণ সিদ্ধান্তের জটিলতার কারণেই পোশাককর্মীদের এই হয়রানি৷

রুবাইয়া নাসরিন মিলির প্রশ্ন গরীব মানুষের অসহায়ত্ব নিয়ে সরকারের কেন এরকম তামাশা? মো. টুটুল খানের মতে সমন্বয়হীনতার জন্যই নাকি পোশাকর্মীদের এই করুণ চিত্র৷

আর সরকারের চরম অবহেলিত সিদ্ধান্তের কারণে দেশের মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছে৷ দেশের মানুষকে কেন দ্বিধান্বিত করা হচ্ছে? জানতে চান পাঠক ইকবাল হোসেন৷

গরিবরা ধরবে ধনীদের ব্যবসার চাকা, চাকা ঘুরলেই ধনীদের টাকা-মন্তব্য খন্দকার নাসিমা নওশাদের৷

আর ডয়চে ভেলে থেকে এ বিষয়ে প্রকাশিত তথ্যগুলো খুব ভালো লেগেছে জানিয়ে ফেসবুক পাতায় মন্তব্য করেছেন পাঠক নাসিরুল ইসলাম, রবিউল ইসলাম, মাহমুদুল হক খন্দকার, মোজামেমল হক, কাজি শিহাব, গোলাম ফারুক, আজিজ শেখ, খন্দকার নাসিমা নওশাদ, আজিজুর রহমান, আবু সাঈদ, ফাহাদ হোসেন আবির, শহিদুল হকসহ অনেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন