হেল্থলাইন এবং ক্যাম্পাস | পাঠক ভাবনা | DW | 02.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হেল্থলাইন এবং ক্যাম্পাস

গতকালের ক্যাম্পাস পর্বে হামবুর্গের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পর্কে অনেক ...

হামবুর্গ বিশ্ববিদ্যালয়

হামবুর্গ বিশ্ববিদ্যালয়

তথ্য জানলাম৷ শম্পা রানী বালা, কানন রানী টিকাদার, জলির পাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

গতকাল রাতের অধিবেশনে প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের দেশে ফেরা নিয়ে রিপোর্ট এবং ফিচার পর্বে যক্ষ্মা, এইডস, ম্যালেরিয়া রোগ সম্পর্কে জেনে আমরা দারুণ খুশি হয়েছি, ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

লেনাকে ইউরোভিশন সং কনটেস্টে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি, আগামীতেও তাঁর সাফল্য কামনা করছি৷ গতকালের হেল্থলাইন এবং ক্যাম্পাস পর্ব দুটো থেকে অনেক প্রয়োজনীয় তথ্য পেয়েছি এবং উপকৃত হয়েছি৷ তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করার জন্য ডয়চে ভেলেকে জানাই অসংখ্য ধন্যবাদ৷ ডাঃ এসএস ভট্টাচার্য্য, নবোদয় পল্লী, মেদেনীপুর, ভারত৷

আশা করি সবাই ভাল আছেন ৷ ডয়চে ভেলের এফ এম পরিসেবার সমর্থনে নতুন নতুন FM শ্রোতা বৃদ্ধিতে আমরা সাধ্যমত চেষ্টা চালিযে যাচ্ছি৷ কতটুকু সফল হব জানিনা৷ তবে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের ছাত্র আমিনুর রহমান (বাদশা) জানাল, সেখান থেকে সে FM তরঙ্গে DWকে ভালই শুনতে পাচ্ছে৷ মোবাইল ফোনে আরো খবর পেলাম, রংপুরের পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের পার্বতীপুর ও রাণীর বন্দর এলাকা থেকে DWকে এফ এম তরঙ্গে কিছু কিছু পাওয়া যাচ্ছে৷ এবং এই নতুন শ্রোতা বন্ধুরা শীঘ্রই DWএর সঙ্গে যোগাযোগ শুরু করবেন বলে আমাকে জানিয়েছেন৷ দেখা যাক কী হয়৷ সবার শুভ কামনায়, আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব, কুড়িগ্রাম, বাংলাদেশ৷