হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছিলাম ডয়চে ভেলেকে | পাঠক ভাবনা | DW | 04.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছিলাম ডয়চে ভেলেকে

সিমেন্স, গ্রুন্ডিগ, মোবাইল, আইপড কিছুই চাই না,এ মনকি একটা সাধারণ কলম কিংবা অনুষ্ঠান সূচিও না৷ শুধুমাত্র শর্টওয়েভ সম্প্রচার বহাল রাখার বিষয়টা পুনর্বিবেচনা করুন তাতেই আমরা ডয়চে ভেলের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবো৷

হৃদয় নিংড়ানো সবটুকু ভালবাসা আর বিষাদভরা শুভেচ্ছা জানবেন৷ হতাশায় নিমজ্জিত অন্তর ফেটে বেরিয়ে আসা অতি বাস্তব কয়েকটি কথা আজ দুরু দুরু মনে হলেও না জানিয়ে পারছি না৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের জন্মলগ্নের সাথি হতে না পারলেও বিগত প্রায় ৩৬ বছরের পথ পরিক্রমায় ৩১ বছর ধরেই হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়ে রেখেছিলাম প্রিয় ডয়চে ভেলেকে৷ কিন্তু জানিনা কোন অ-দৃ- শ্য শক্তির প্রভাবে আচমকা এক সুনামী এসে প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে গেল৷এ দীর্ঘ নি:শ্বাস আমার একার নয় বরং দুই বাংলার অগণিত ভক্ত হৃদয়ের মাঝে ঐ সুনামী এসে বিচ্ছেদ ঘটিয়ে সবকিছু যেন তছনছ করে দিয়ে গেল৷ আমরা মিডিয়াম ওয়েভ থেকেও বঞ্চিত হলাম৷ গত রোববার থেকে তিনদিন দুবেলার অনুষ্ঠানে হন্যে হয়ে খুঁজেও মিডিয়াম ওয়েভে ডয়চে ভেলেকে আবিষ্কার করতে ব্যর্থ হলাম৷ বিশাল ডয়চে ভেলে পরিবারের তিন যুগের ইতিহাস, ঐতিহ্যকে ধুলায় মিশিয়ে দিয়ে গুটিকয়েক শহরের নবীন শ্রোতার সান্নিধ্য নিয়ে ডয়চে ভেলে চিরসুখে থাকতে চায় থাকুক, এতটুকু শুভকামনা রেখে ডয়চে ভেলে রেডিওর বাংলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি৷ সবাইকে ডাংকেশোন জানিয়ে আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্ট ওয়েভ শ্রোতাসংঘ, ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম,বাংলাদেশ৷

৩১ শে অক্টোবর থেকে শর্টওয়েভে অনুষ্ঠান বন্ধ হয়ে গেলো৷ সকালের অনুষ্ঠান তো ইন্টারনেটের মাধ্যমে শুনতেই হবে, শুনলাম ও৷ রাতের অনুষ্ঠান মিডিয়েম ওয়েভে সম্প্রচারিত হলেও তার শ্রবণ মান ভীষণ খারাপ হওয়ায় শোনা যায়নি বলা যায়৷ রাতের অনুষ্ঠান ও ইন্টারনেটের মাধ্যমে শুনলাম৷ এক তরফা সিদ্ধান্ত নিয়ে ডয়চেভেলে যে ভাবে শর্টওয়েভে অনুষ্ঠান বন্ধ করে দিল তা নিয়ে আমাদের সমালোচনা খুবই মুর্খামি ৷ বরং আধুনিক বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলার সময় এখন৷ অনুষ্ঠান শোনার জন্য বাকি আরো বেশ কয়েকটি মাধ্যম তো রয়েছেই ৷ তবে একটা অনুরোধ - যেহেতু মিডিয়েম ওয়েভে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে , তার শ্রবণ মান অবশ্যই অনেক উন্নত করা দরকার৷ আশা ও প্রার্থনা এই সহযোগিতা আমরা পুরোপুরি নিশ্চিতভাবে পাবো৷ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান,ভারত৷

৩০ অক্টোবর পর্যন্ত একটা সময় ছিল,য খন রেডিও চালু করলেই ডয়চেভেলের তরতাজা তথ্যবহুল সংবাদ কানে আসতো৷ কিন্তু বর্তমানে শর্টওয়েভ বন্ধ হয়ে যাওয়ায় মিডিয়াম ওয়েভ এবং এফএম-এ অনুষ্ঠান রাতে একটু শুনতে পারলেও সকালে শোনাই যায়না৷ তাই ডয়চেভেলের কাছে অনুরোধ, মিডিয়ামওয়েভ যাতে ভাল শোনা যায় তার ব্যবস্থা করবেন৷ বিনোদ চন্দ্র বর্মন, বালারহাট, ফুলবাড়ি, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

ইভ টিজিং এর হাত থেকে বাঁচতে মেয়েদের কারাটে শেখার পরামর্শ দেয়া হচ্ছে, তাহলে পুলিশ পোষা হচ্ছে কেন ? ভাবতে খারাপ লাগছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন নারী!চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আজকে ওয়েবসাইটের চলতি ঘটনার পাতায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়লেন বাংলাদেশী বংশোদ্ভুত হ্যানসেন হাসেম ক্লার্ক৷ এই প্রথম কোন বাংলাদেশী বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের মর্যাদা সম্পন্ন কংগ্রেসম্যান নিবাচিত হয়ে দেশও জাতির মুখ উজ্জ্বল করলেন৷ ব্রিটিশ পার্লামেন্টে সিলেটের মেয়ে রুশনারা আলীর জয়লাভের পর বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাসে নতুন মাত্রা যোগ করার জন্য ক্লার্ককে অভিনন্দন৷ সমাজ জীবন পাতায় ভারতীয় বংশোদ্ভুত নিকি হ্যালি অ্যামেরিকার সাউথ ক্যারোলাইনা রাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন-এ সম্পর্কে প্রতিবেদনটি পড়ে ভীষণ খুশি হয়েছি৷ মোখলেসুর রহমান,কুষ্টিয়া, বাংলাদেশ৷

অবশেষে আমাদের শ্রোতার পরিচয় আর ধরে রাখতে পারছিনা৷এ ফএম প্রচার তরঙ্গে শত চেষ্টা করেও নিজেদের মনের ক্ষুধাকে নিবৃত করা যাচ্ছেনা৷ দু’বার সেরা ক্লাব নির্বাচিত হয়েও আজ ডয়চে ভেলেকে মনের দুঃখে দূরে রাখতে বাধ্য হচ্ছি৷ ডাঃবিকাশ রঞ্জন ও মায়া রাণী ঘোষ৷

অনুষ্ঠান দুইবার মোবাইলের মাধ্যমে এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে৷ মনোরঞ্জন বিশ্বাস, গুলশান, ঢাকা, বাংলাদেশ৷