শহীদ বুদ্ধিজীবী দিবস | পাঠক ভাবনা | DW | 14.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শহীদ বুদ্ধিজীবী দিবস

জাতির এক কালো অধ্যায় একাত্তরের ১৪ই ডিসেম্বর৷ পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে স্বাধীনতার ঠিক পূর্বক্ষণে ঘাতকরা বেছে বেছে হত্যা করে ...

জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের৷ তাদেরই স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস৷ আমরা রেইনবো শ্রোতা সংঘের উদ্যোগে দিবসটি পালনের প্রস্তুতি গ্রহণ করেছি৷ এ দিবস উপলক্ষে আমলাসদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ উক্ত আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হবে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

আমি ছয় মাস পর আবার তোমাদের অনুষ্ঠান শুনলাম, খুব ভালো লেগেছে৷ এতোদিন তোমাদের কন্ঠ না শুনে মনে হচ্ছে খুব বড় কিছু মিস করেছি৷ আশাকরি এখন থেকে আবার নিয়মিত শুনতে পারবো৷ রাসেল রানা সজীব, বাংলাদেশ৷

গত শনিবার থেকে আবার চালু হয়েছে রাজশাহী থেকে এফএম সম্প্রচার৷ আর তাই মনটা আনন্দে ভরে আছে৷ কয়েকদিন রাজশাহী বেতার থেকে অনুষ্ঠান শুনতে না পেয়ে আমি তো আধাপাগল হয়ে গিয়েছিলাম৷ তাই রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালকের কাছে ফোনও করেছিলাম৷ যাই হোক আবার অনুষ্ঠান শুনতে পাচ্ছি৷ মীর রাসেল, বাউশা, মীরপাড়া, বাঘা, রাজশাহী৷

রাজশাহী বেতার থেকে সম্প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান পাঁচদিন শুনতে পাইনি যা খুবই দুঃখজনক৷ সুব্রত, মোহনপুর, রাজশাহী৷

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ধারাবাহিক পরিবেশনা সময়োপযোগী হয়েছে, সাক্ষাৎকারের সময়টা একটু বাড়ালে ভালো হয়৷ তাপস নাথ, কলকাতা৷

মোবাইলে আপনাদের ওয়েবসাইট যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি৷ যেমন সুন্দর ফেসবুক তেমনি সুন্দর টুইটার, কি নেই ডয়চে ভেলের এই ওয়েবসইটে৷ কতভাবে যে শ্রোতাদের অনুষ্ঠান শোনার এবং ওয়েবসাইট দেখার সুবিধা করে দিয়েছে ডয়চে ভেলে, ধন্যবাদ৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, সাহানগর, মুর্শিদাবাদ৷

খুলনা থেকে প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান আমার এখান থেকে ভালো শোনা যায়না৷ এবং মিডিয়াম ওয়েভেও তেমন শুনতে পাচ্ছিনা৷ যদি শ্রবণমান ভালো করা হয় তাহলে আবার নিয়মিত শুনবো৷ ভালো শুনতে পাইনা বলে এসএমএস করিনা৷ অমিত কুমার, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

১৪ ডিসেম্বর সকালেএফএম ৯৭.৬ মেগাহার্ত-এ,সুন্দরভাবে বাংলাদেশেরএকগুচ্ছ তরতাজা খবর, ইরানের পররাষ্ট্র মন্ত্রী মুত্তাকির বরখাস্ত, হুগলি নদীর নাব্যতা হারানোর ফলে কলকাতা বন্দরের বেহাল দশার ওপর রিপোর্ট, নিয়াজ মুহাম্মদ চৌধুরির কণ্ঠে নজরুল সঙ্গীত এবং ফিচার পর্ব নন্দনে জার্মান টিভি সিরিয়ালে সোপ অপেরার জনপ্রিয়তা নিয়ে প্রতিবেদনটি শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ আমাদের কুষ্টিয়া থেকে রাজশাহীর চেয়ে ঢাকা কেন্দ্রেরএফএম-এর সকালের অধিবেশন স্পষ্টভাবে শুনতে পাচ্ছি কিন্তু খুলনা কেন্দ্রের এফএম-এ, এখান থেকে মোটেও অনুষ্ঠান শোনা যায়না৷ ধন্যবাদ, মোখলেসুর রহমান,কুষ্টিয়া৷

১৪ই ডিসেম্বরের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়েছে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের, শ্রেষ্ঠ সন্তানদের৷ মুক্তিযুদ্ধের সময় এবং যুদ্ধের পর যে সকল বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলাদেশের মানচিত্রে যারা কালো অধ্যায় রচনা করেছে আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি ও বুদ্ধিজীবী হত্যাকারীদের দ্রুত বিচার চাই৷ আশা করছি বাংলাদেশের মাটিতে খুব শীঘ্রই বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করা হবে৷ আমরা আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমমর্মিতা জানাচ্ছি৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা৷