মোবাইল | পাঠক ভাবনা | DW | 26.02.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইল

ডয়চে ভেলের ওয়েব সাইটটি দেখলাম-ভারি সন্দর !এত দিন কষ্ট করে সাইবার ক্যাফেতে ছুটেছি...

কিন্তু ডয়চে ভেলে থেকে পুরস্কার হিসেবে মোবাইল পাওয়ার পর থেকে আমার দায়িত্ব বেড়ে গেল ডয়চে ভেলের কাছে থাকার৷ আর এ হৃদয়ের বন্ধন সৃষ্টি করতে পারে ডয়চে ভেলে৷ শেখ জিয়াউর রহমান, কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলদেশ৷

ডয়চে ভেলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিশ্বসংবাদ৷ যা অত্যন্ত নিরপেক্ষ, তথ্যপূর্ণ এবং বস্তুনিষ্ঠ৷ ডয়চে ভেলের আর একটি আকর্ষণ তার বিশাল তথ্য ভান্ডারের এক ওয়েবসাইট৷ যা আমি প্রতি সপ্তাহেই দুই তিনবার ভিজিট করি৷ এই ওয়েবসাইট আমাদের সত্যিই মুগ্ধ করে৷ মোঃসাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷

এ সপ্তাহের মোনালিসা পর্বে ব্রিটিশ একাডেমী ফিল্ম এওয়ার্ড অনুষ্ঠানে হার্ট লকার ছবির মহিলা চিত্র পরিচালক ক্যাথরিন বিগেলোর শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারে ভূষিত হওয়া এবং ভারতে সামাজিক সচেতনা বাড়ানোর লক্ষ্যে কমিউনিটি রেডিওর ভূমিকা সম্পর্কে আলোকপাত ছিলো তথ্য সমৃদ্ধ৷

প্রতিদিনের রেডিও অনুষ্ঠানে প্রচারিত সাম্প্রতিক ঘটনাবলীর উপর বিস্তারিত তাত্ক্ষণিক প্রতিবেদনের পাশাপাশি ওয়েবসাইটের পাতায় বাড়তি বিষয়ের উপর ছবিসহ উপস্থাপনাগুলো খুবই আগ্রহ নিয়ে পড়ে নিচ্ছি এবং বেশ ভালই লাগছে৷

এ সপ্তাহের পশ্চিমের জানালায় গ্রিসের বর্তমান চরম অর্থনৈতিক সংকট এবং ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোর প্রভাব, এই মন্দা কাটাবার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিদির্ষ্ট শর্ত ও গ্রিসের সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত পরিবেশনা শুনে সঠিক তথ্য পেয়ে ভালো লাগলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও