‘মায়ের দুধই শ্রেষ্ঠ’ | পাঠক ভাবনা | DW | 12.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মায়ের দুধই শ্রেষ্ঠ’

বিজ্ঞান পরিবেশ বিভাগে মায়ের দুধ খাওয়ানোয় উৎসাহ দিচ্ছে চীন – লেখাটি পড়লাম৷ বড়রা জেনে বা না জেনে ছোটদের প্রতি কীভাবে অন্যায় আচরণ করে, তার নমুনা এই লেখাটি৷

আমি একজন প্রাক-মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, তাই বিষয়টি সম্বন্ধে খুব বেশি কিছু জানি না, কিন্তু বরাবর শুনেছি, ‘ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট ফিডিং'৷ অথচ অনেক মা-ই তাঁদের শিশুকে এই সেরা খাদ্য থেকে বঞ্চিত করছেন৷ বাজারের তথাকথিত বেবিফুড খাওয়ানোটা আজ তো ভারতেও একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে৷

অথচ এই ‘বেবিফুড'-গুলির অধিকাংশই অপ্রয়োজনীয়, এমনকি ক্ষতিকরও৷ আজকের লেখাটিতেও এই ক্ষতির দিকটা তুলে ধরা হয়েছে৷ আমরা তো বরাবর শুনে এসেছি, শিশুর ছয়মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধই একমাত্র আহার হওয়া উচিত৷ মায়েরা কেন এটা বুঝতে চান না, সেটা তাঁরাই বলতে পারবেন৷ আমি শুধু বুঝি, মায়েরা এটা বুঝলে তাঁদের শিশুদেরই মঙ্গল৷ প্রণাম নেবেন৷ অন্বেজা মাজি, ধীরেন্দ্রনাথ মাজি, শিং ভাঙ্গা মোড়, বাঁকুড়া থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন