বেটোফেন উৎসব | পাঠক ভাবনা | DW | 14.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বেটোফেন উৎসব

আজ ডয়চে ভেলের ওয়েবসাইটের - রত্নভান্ডার, হ্যান্ডসেক দেখেই অনুমান করা যাবে মানুষের আয়ু! - অসাধারণ এই প্রতিবেদনটার ....

সঙ্গে আজ পেলাম অনলাইনে গবেষণার ঠিকানাটাও! অসাধারণ প্রাপ্তি৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ,মুর্শিদাবাদ, ভারত৷

আজ সকালের নন্দন পরিবেশনায় বেটোফেন উৎসব নিয়ে আয়োজনটি মনে রাখার মতো৷ বিশ্ব বরেণ্য সঙ্গীত স্রষ্ঠাকে নিয়ে এতো সংক্ষিপ্ত অনুষ্ঠান শুনে মন ভরেনা৷ আরো দীর্ঘ পরিবেশনা শুনতে চাই যাতে তাঁর কয়েকটা সিম্ফনি অন্তত শোনা যায়৷ আশাকরি ডয়চে ভেলে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আমি ডয়চে ভেলের নতুন শ্রোতা, প্রতিদিন অনুষ্ঠান শুনি এবং অনুষ্ঠান থেকে নানা তথ্য পাই৷ জিএম সুমন, আজিজুল হক কলেজ, বগুড়া, বাংলাদেশ৷

ওয়েবসাইটের সমাজ জীবন পাতায় বিদেশি ছাত্রছাত্রীদের ইন্টারকালচারাল কম্পিটেন্স সমস্যা নিয়ে চমৎকার তথ্যসমৃদ্ধ প্রতিবেদনটি খুব ভালো লেগেছে, ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ইরাকের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট এবং রবীন্দ্র সঙ্গীতটি বাজানোর জন্য ধন্যবাদ৷ সুলতানা হাসান সিদ্দিকী, ঝিনাইদহ, বাংলাদেশ৷

আমি আপনাদের নতুন এফএম শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শুনি৷ সুব্রত, মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নতুন শ্রোতা, আমাকে গ্রহণ করবেন৷ আপনাদের নতুন স্টাইলের সংবাদ আমার খুব ভালো লাগে৷ রুমন আহমেদ, সিলেট, বাংলাদেশ৷

ইনবক্স-এর সময় অক্টোবর থেকে অবশ্যই বাড়াবেন৷ আমরা সপ্তাহে একদিন আগের মতো বড় একটি ইনবক্স চাই৷ শুধু শ্রোতাদের জন্য আয়োজিত এই পরিবেশনাটি ছোট করায় অনেক শ্রোতাই মনে খুব কষ্ট পেয়েছেন এবং ডয়চে ভেলের ওপর অসন্তুষ্ট হয়েছেন৷ প্রফেসর আশরাফুল ইসলাম, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, শেখ মহল, থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷