বিশ্বকাপ ফুটবল | পাঠক ভাবনা | DW | 17.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপ ফুটবল

জার্মান ফুটবল দলকে অভিনন্দন, অস্ট্রেলিয়াকে ৪টি গোল দেওয়ায়৷ মোঃ ইসমাইল হোসেন, রাজশাহী, বাংলাদেশ৷ জার্মানির প্রথম বিজয়ে অভিনন্দন...

জুবায়ের আল-মাহমুদ, ২১২ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী, বাংলাদেশ৷

জার্মান দলকে অভিনন্দন৷ আমরা চাই বিশ্বকাপ ফুটবল শিরোপা জার্মানির ঘরে আসুক৷ নাসিরউদ্দিন মাষ্টার, রেনেসা ডি-এক্স ক্লাব, চৌমহুনী, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান উপভোগ করছি কারণ এখানে খেলাধুলা, বিজ্ঞানসহ সবই পাচ্ছি৷ টিপু সুলতান, রংপুর, বাংলাদেশ৷

১৩ জুনের খেলায় আমাদের ফেভারিট জার্মান দলও আমাদেরকে আশার আলো দেখিয়েছে৷ দলের অধিনায়কের পদ থেকে মিশায়েল বালাক আহত থাকার কারণে তার দায়িত্বভার নেন ফিলিপ লাম৷ ফিলিপ লাম দায়িত্ব নেওয়ার পর খেলা শুরুর আগ পর্যন্ত আমরা কঠিন চিন্তার মধ্যে ছিলাম তিনি (ফিলিপ লাম) পারবেন তো জার্মান দলের মান রাখতে ? হ্যাঁ তিনি সত্যি পেরেছেন আমাদের হতাশা থেকে আলোর মুখ দেখাতে৷ রোববার প্রতিপক্ষ হিসেবে তেমন শক্তিশালী না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে গোটা জার্মান দল খেলেছে একটি টিম হিসেবে৷ স্ট্রাইকার লুকাস পোডলস্কি তাঁর প্রথম গোল-ই আমাদেরকে জার্মান দলের প্রতি সমর্থন রাখার জন্য ভরসা করার মত রসদ দিয়েছে, শুধু কি তিনি? না! বুড়ো হলেও যে ফুরিয়ে যাননি তা বুঝিয়ে দিলেন মিরোস্লাভ ক্লোজেও! নতুন অধিনায়ক হিসেবে ভালো সূচনা করেছেন ফিলিপ লাম৷ অভিনন্দন জার্মান দলের সকল খেলোয়াড়দেরও৷ আমরা আগামীতে আমাদের প্রিয় দলের সকল খেলায়ও সাফল্য কামনা করি৷ ডয়চে ভেলে বিশ্বকাপ উপলক্ষে তার ওয়েবসাইটে খেলাধুলার বিভাগে আকর্ষণীয় ব্যানার করে যেমন সকল ভিজিটরকে আকৃষ্ট করেছে তেমনি বিশ্বকাপ ফুটবলের তরতাজা খবরাখবরও আপডেট করে সকলকে অবাক করে দিয়েছে৷ আমরা মনে করি ডয়চে ভেলের ওয়েবসাইটটি এখন অন্যান্য আন্তর্জাতিক বেতার কেন্দ্রের আর কোন ওয়েবসাইটের প্রতিদ্বন্দীতার সারিতে নেই! ডয়চে ভেলের ওয়েবসাইট এখন নিজেই নিজের প্রতিদ্বন্দী !!! এবার এ্যাসোসিয়েশনের কার্যক্রম প্রসঙ্গ৷ বিশ্বকাপ ফুটবল-২০১০ উপলক্ষে আমরা ডয়চে ভেলে এফএম লিসনার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলার সময় সূচী তৈরি করেছি৷ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাস টার্মিনাল, অন্যান্য প্রতিষ্ঠান, ইত্যাদি জায়গায় আমরা প্রায় ১০০০ (এক হাজার) সময় সূচী বিতরণ করেছি৷ এছাড়াও আমরা এই বিশ্বকাপ খেলাকে ঘিরে এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশ ব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি৷ প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হবে একটি আকর্ষণীয় ডিজিটাল রেডিও, এফএম রেডিও, টি-শার্ট, ডয়চে ভেলে ব্যাজ/ ডয়চে ভেলে কলম বা বই৷ প্রতিযোগিতার প্রশ্নগুলি ওয়েবসাইটে প্রকাশ সহ ইনবক্স অনুষ্ঠানে প্রচার করার অনুরোধ থাকল৷ প্রতিযোগিতার নমুনা কপিও আপনাদের কাছে ই-মেইল এবং ডাক যোগে পাঠালাম৷

প্রতিযোগিতার প্রশ্নঃ

১৷ বিশ্বকাপ ফুটবলে জার্মানি কতবার এবং কোন কোন সালে চ্যাম্পিয়ন হয়েছে?

২৷ বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কে?

৩৷ ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী অনুষ্ঠান এবং ফাইনাল ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হয়?

৪৷ ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট কে পেয়েছেন?

৫৷ বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচ অংশগ্রহণ করেন কে এবং কতটি ম্যাচ?

৬৷ বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক বার রানার্স আপ হয় কোন দেশ?

৭৷ ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা গোল কোনটি?

৮৷ বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাট্টিক কে করেন?

৯৷ ফুটবল খেলার জন্ম কোন দেশে?

১০৷ ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে?

১১৷ ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে কোন দেশ এবং অধিনায়ক কে ছিলেন?

১২৷ বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা কে এবং তিনি কোন দেশের?

১৩৷ বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল কে করেন?

১৪৷ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে একমাত্র হ্যাট্রিককারী কে?

১৫৷ বিশ্বকাপ ফুটবলে ১৫০০তম গোলটি কে করেন?

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলী:

আগামী ১১ জুলাই-২০১০ এর মধ্যে উত্তরপত্র ক্লাব ঠিকানায় এসে পৌঁছাতে হবে৷ ই-মেইল অথবা ওয়েবসাইটের মাধ্যমেও উত্তরপত্র পাঠানো যাবে৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ১০ জনকে পুরস্কার দেওয়া হবে৷

উত্তর পাঠাবার ঠিকানা: ডয়চে ভেলে এফএম লিসেনার্স এ্যাসোসিয়েশন, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান উপভোগ করছি কারণ এখানে খেলাধুলা, বিজ্ঞানসহ সবই পাচ্ছি৷ টিপু সুলতান, রংপুর, বাংলাদেশ৷