প্লিজ শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ করবেন না | পাঠক ভাবনা | DW | 25.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্লিজ শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ করবেন না

আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আশা করি আপনারা ডয়েচে ভেলে বাংলা বিভাগের সবাই ভাল আছেন৷ ৩১শে অক্টোবর থেকে শর্টওয়েভ বন্ধ করে দেয়ার জন্য ভীষণ মন খারাপ আমার৷

শ্রোতাবন্ধু কাঞ্চন কুমার চ্যাটার্জী

শ্রোতাবন্ধু কাঞ্চন কুমার চ্যাটার্জী

জানিনা কর্তৃপক্ষ কেন এমন সিদ্ধান্ত নিলেন ? বাংলাদেশ ও ভারতের অসংখ্য শ্রোতা বঞ্চিত হবে আপনাদের অনুষ্ঠান শোনা থেকে৷ আজ এ পর্যন্তই৷ ভাল থাকবেন সবাই৷ মোঃ সাইফুল ইসলাম,ইয়ুথ রেডিও ক্লাব,চাঁদনী বাজার,বগুড়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে আমি অনেককিছু জানতে ও শিখতে পারি৷ আর একথা আমি যেখানেই যাই সেখানেই বলে থাকি৷ শুনলাম শর্টওয়েভ অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে তখন আমার কি হবে ? আমার ইন্টারনেটের সুবিধা নেই৷ শ্যামল কুমার পাল, গ্রীন ফার্মেসি, ১৬ খাস্তঘর, সিলেট,বাংলাদেশ৷

আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি তবে নিয়মিত লেখা হয়না৷ শুনতে পেলাম ৩১ অক্টোবর থেকে শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যাচ্ছে৷ আমরা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাস করি তারা কিভাবে অনুষ্ঠান শুনবো? প্লিজ শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধু করবেন না৷ (নাম নেই)

আজ মোবাইলে মে ও জুন মাসের ধাঁধার ফলাফল শুনলাম৷ জামান ভাই ও আশরাফুল ভাইসহ ধাঁধায় বিজয়ীদের আমার অভিনন্দন৷ দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ, বাংলাদেশ৷

অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ আমি যে একা অনুষ্ঠান শুনছি তা নয় বন্ধুদেরও শুনতে বলছি এবং এখন তারাও নিয়মিত অনুষ্ঠান শুনছে৷ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ৷ সায়মন আহমেদ, কচুয়া পাড়া, গঙ্গাছড়া, রংপুর, বাংলাদেশ৷

ঢাকার যানজট কমতে আরো ১৫ বছর লাগবে সংবাদটি পড়লাম৷ সম্প্রতি ঢাকার যানজট কমানোর জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নেওয়া সত্ত্বেও যানজট কমা তো দূরে থাক বরং তা যেন আরো বেড়ে গিয়েছে৷ তা হলে এতো পরিকল্পনা কোথায় গেল? ঢাকা মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক কমিশনার শফিকুল ইসলাম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যানবাহন এবং সড়ক সেলের পরিচালক ড. শামসুল ইসলাম এর মতামত অনুযায়ী দ্রুত গতির নগর পরিবহন চালু হলে প্রাইভেট কার ও ছোট যানবাহনের আধিক্য কমবে৷ এটা ঠিক আছে, সেই সাথে আমি মনে করি ঢাকার রাস্তা থেকে প্রাইভেট কার তুলে দিলে বা কমিয়ে দিলে দ্রুত যানজট কমে যাবে৷ কারণ ঢাকার রাস্তায় চলাচলকারী একটি বাস রাস্তার যে পরিমাণ জায়গা দখল করে দুটি প্রাইভেট কার সেই পরিমাণ জায়গা দখল করে৷ অথচ একটি বাসে চড়ে থাকে প্রায় ৪০/৫০ জন যাত্রী অথচ দুইটি প্রাইভেট কারে চড়ে থাকে খুব বেশি হলে ৬/৭ জন৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, কুষ্টিয়া,বাংলাদেশ৷

আজ সকালে ১১৯৭০ কিলোহাৎস-এ সাত মিনিট পরে বাংলা অনুষ্ঠান শোনা গেলো৷ তপতী সরকার, হটুদেওয়ান, বর্ধমান, ভারত৷