পোশাক শ্রমিক | পাঠক ভাবনা | DW | 16.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পোশাক শ্রমিক

এ সপ্তাহের ‘পশ্চিমের জানালা’ ডাউনলোড করে শুনলাম এবং বেশ কয়েকজনকে একত্র করেই শোনালাম৷ এক বাক্যে সবারই মতামত : অনুষ্ঠান ...

ভীষণ ভালো৷ এছাড়া, 'গরীব অ্যান্ড গরীব' সোয়ের্টার কারখানায় অগ্নিকান্ডে ২১ জনের মর্মান্তিক প্রাণহানি, পোশাক শ্রমিকের অধিকার রক্ষায় ইউরোপের সিসিসি সংস্থার কার্যক্রম, জার্মানির এইচএনএম কোম্পানির কাছে সিসিসি’র ক্ষতিপূরণ দাবি - এসব নিয়ে অত্যন্ত সময়োপযোগী ঐ ফিচার পর্বটি এককথায় অনবদ্য৷ আমরা সিসিসি’র শতভাগ সাফল্য কামনা করি৷ চমত্‍কার এই পর্বটি উপহার দেয়ার জন্য ডয়চে ভেলেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ৷ দিনাজপুর থেকে মমতাজ, রহিমা, রাকিব, মুক্ত, ফয়সাল, হান্নান, মঞ্জু ও মিলন এবং ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে আব্দুল কুদ্দুস মাস্টার৷

গমের জীবন রহস্য উৎঘাটনে বিজ্ঞানীদের ঈর্ষণীয় সাফল্য নিঃসন্দেহে গম উত্পাদনে যথেষ্ট অবদান রাখবে৷ অন্যদিকে, পাটের জিনম স্যেকুয়েন্স আবিষ্কার করেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে৷ ডয়চে ভেলে থেকে এরকম খবর তাত্ক্ষণিকভাবে পেয়ে আমি দারুণ খুশি৷ শেখ জিয়াউর রহমান, খড়িতলা, কালিগঞ্জ সাতক্ষীরা, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ বিশেষকরে বিশ্বসংবাদে যে দেশগুলির খবর দেয়, তার আগে সে দেশগুলির রাজধানীর নাম বলা হওয়াতে - সেটা আমার কাছে খুব ভালো লাগে৷ আমি দক্ষিণ এশিয়া এবং জার্মানির খবর আরো বেশি জানতে চাই৷ মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের খবর খুব কম থাকে তাই এই দেশগুলোর সংবাদ আরো বেশি দেবার অনুরোধ থাকলো৷ মোঃ তুহিন আহমেদ, কিশোরগঞ্জ, নিলফামারী, বাংলাদেশ৷

আজ সকালে বেটোফনের পঞ্চম সিম্ফনি শুনে হৃদয় সার্থক হলো৷ এই পরিবেশনা আগেও শুনেছি স্বরলিপি ও সুরের ভুবন পর্বে৷ তপতী সরকার, বর্ধমান, ভারত৷

‘হেল্থলাইন’ পর্বে শুধু বড়দের অসুখ নিয়ে আলোচনা হচ্ছে৷ আগামীতে বাচ্চাদের দাঁতে পোকা, টনসিল, ক্রিমি সংক্রমণ, বিছানায় হিসু করা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চাই৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷