‘পুনর্মিলনের অনুভূতি সত্যিই চোখ ভিজিয়ে দেয়' | পাঠক ভাবনা | DW | 23.08.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘পুনর্মিলনের অনুভূতি সত্যিই চোখ ভিজিয়ে দেয়'

সিরিয়া থেকে পুত্র, কন্যা নিয়ে জার্মনিতে স্বামীর কাছে দীর্ঘ তিন বছর পর এসেছেন স্ত্রী৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত তাদের পূর্ণমিলনের ভিডিওটি পাঠকদের হৃদয়কে নাড়া দিয়েছে ভীষণভাবে৷ সেই অনুভূতির কথাই তারা জানিয়েছেন ফেসবুক পাতায়৷

আবু তালিব ভিডিওটি দেখার পর তাঁর অনুভূতির কথা লিখেছেন এভাবে, ‘‘অসাধারণ! চোখে প্রায় পানি চলে আসছিলো৷ আর আসবে না-ই বা কেন, এটাতো কোনো নাটক না, সত্য ঘটনা৷'' তারপর তিনি ভিডিওটি প্রকাশের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন৷

‘পূর্ণমিলনের অনুভূতিটা অনেকে ভালো লেগেছে'-মন্তব্য আবদুল বারেকের৷

আর শামীম আহমেদও লিখেছেন, ‘‘সত্যিই দারুণ অনুভূতি !''

৩ বছর পর মধুর পুনর্মিলন

‘‘তিন বছর পর পারিবারিক মিলনের মুহূর্তটি সত্যিই খুব সুন্দর''- এই মন্তব্য শাহীন কামালের৷ আর বিজু তোহা বলছেন, ‘‘এ ধরনের গল্পগুলো সবসসময়ই চোখের কোণটা সিক্ত করে দেয়৷''

‘‘পুণর্মিলনের মুহূর্ত খুবই স্পর্শকাতর'', ফেসবুক পাতায় এই মন্তব্য পাঠক রাজীব, আক্তার হোসেন, শহীদ ইসলাম, খান ফিরোজ, জান মোহাম্মদসহ আরো অনেকের৷

আর মোহাম্মদ সোলায়মানর মতে, ‘‘এক কথায় হৃদয়গ্রহী''৷

প্রায় একই অনুভূতি মোহাম্মদ আবদুল মান্নানের৷ তাঁর  ভাষায়, ‘‘এই ভিডিওর অনুভুতিটা লিখে জানানো সম্ভব না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন