‘দশ বছর আগেও বই খোঁজাখুঁজি করতে যেতে হতো লাইব্রেরিতে’ | পাঠক ভাবনা | DW | 12.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘দশ বছর আগেও বই খোঁজাখুঁজি করতে যেতে হতো লাইব্রেরিতে’

‘মিয়ানমারে পর্যটকদের আকর্ষণ করছে ট্যাটু-সংস্কৃতি’ বিষয়ে প্রতিবেদনটি পড়ে বেশ ভালো লাগলো৷ মিয়ানমারের ট্যাটু সংস্কৃতি সম্বন্ধে অনেক অজানা কথা জানতে পারলাম৷

খরাঞ্চলে ফসল ফলাতে চান বিজ্ঞানীরা শীর্ষক প্রতিবেদনটি খুবই তথ্যপূর্ণ হয়েছে৷ ভূপৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটার উঁচুতে যেখানে বাতাস খুব হালকা, মাটি বেশিরভাগ সময় বরফে ঢাকা এবং মাসের পর মাস কোন বৃষ্টি হয় না, এমন জায়গাতে গাছপালা টিকে থাকে কী করে সে সম্বন্ধে জার্মানির জেপিপিসি-র সঙ্গে যৌথভাবে কাজ করছেন ভারতের ইন্সটিটিউট ফর হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি বা আইএইচবিটির বিজ্ঞানীরা৷ সম্প্রতি সে গবেষণা সম্বন্ধে বিস্তারিত জানতে পারলাম৷ ভারত সহ বিশ্বের বহু জায়গা এখন খরায় আক্রান্ত এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে৷ তাই বিরূপ আবহাওয়ায় টিকে থাকার মত শষ্য উৎপাদন ভবিষ্যতের জন্যই খুব প্রয়োজনীয়৷ দশ বছর আগেও পড়াশোনা এবং বই খোঁজাখুঁজি করতে যেতে হতো লাইব্রেরিতে কারণ সেখানেই সবকিছু পাওয়া যেত৷ ইদানিং দিন পাল্টেছে৷ ইন্টারনেটের মাধ্যমে খোঁজাখুঁজি হয়েছে অনেক বেশি সহজ৷ এ সম্বন্ধে ‘পড়াশোনাকে সহজ করেছে ইন্টারনেট' শীর্ষক প্রতিবেদন আমাদের মনের চাহিদাকে অনেকটা পূরণ করতে পেরেছে৷ আর সবশেষে ভোটাভুটির চূড়ান্ত পর্যায়ে এসে খানিকটা পিছিয়ে পড়েছেন সেরা ব্লগ বিভাগে লড়াইরত সাবরিনা সুলতানা৷ তার জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা৷ মহঃ হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপি, পূর্বস্থলী , বর্ধমান৷

আমি ৫ বছর যাবত আপনাদের অনুষ্ঠান শুনে আসছি৷ মাঝে কিছুদিন আপনাদের অনুষ্ঠান শুনতে পারিনি৷ বর্তমানে আমি আবার ডয়চে ভেলের নিয়মিত সঙ্গী হয়ে গেছি৷ বর্তমানে এফএমএ বাংলাদেশের বিভাগীয় শহরে ডয়চে ভেলের অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷ কিন্তু দেশের জেলা শহরে বিশেষ করে আমার জেলা সাতক্ষীরাতে এফএম এ অনুষ্ঠান শোনা যায় না৷ আর মিডিয়াম ওয়েভে ফ্রিকুয়েন্সি খুবই দুর্বল৷ ফলে খুব কষ্ট করে অনুষ্ঠান শুনতে হয়৷ আমি ডয়চে ভেলের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যাতে দেশের প্রত্যেকটি জেলাতে এফ এম সম্প্রচার কার্যক্রম শুরু করে প্রত্যেক শ্রোতাদের আশা পূর্ণ করে৷ সাইদুর রহমান, বাংলাদেশ৷

আমি আমার স্কুলদিন থেকে বাংলায় কবিতা ও অনুভূতি লিখতে ভালোবাসি বলে আজও লিখি এবং আমার নিজের অনেক কবিতার বই প্রকাশ হয়েছে বাংলাদেশ থেকে৷ আমার সম্পাদিত বইয়ের সংখ্যা চারটি৷ আমি কীভাবে এই সাইটে আমার ব্লগ লেখা শুরু করবো সে বিষয়ে পরামর্শ চাই, আশাকরি পাবো, ধন্যবাদ৷ নুরুন্নাহার শিরীন, ঢাকা৷

আজ সকালের অধিবেশনে হেল্থলাইন পর্বে ডেঙ্গু জ্বরের প্রতিরোধে ভ্যাক্সিন আবিষ্কার বিষয়ে প্রতিবেদনটি ভালো লাগলো৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া৷

২০০৪ সাল থেকে পাঁচ পর্যন্ত আমি খুব রেডিও শুনতাম৷ বলতে গেলে তখন প্রায় দেশি বিদেশি সব বাংলা রেডিও অনুষ্ঠান শোনার চেষ্টা করতাম৷ ডয়েচে ভেলে আমার খুব প্রিয় একটি রেডিও স্টেশন৷ প্রতিদিন রাতের অধিবেশন শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম৷ লোডশেডিংয়ের দেশ হওয়াতে ব্যাটারি পর্যন্ত কিনে রাখতাম৷ বলে রাখা ভাল যে আমার রেডিওটি জাপানি প্যানাসনিক ব্র্যান্ডের টেপ রেকর্ডার কাম রেডিও৷ তখনকার সময়ে আমার ভাল লাগতো ডয়েচে ভেলের কুইজগুলি৷ অসম্ভব মজার ও সহজ সহজ কুইজ ছিল সেগুলো৷ কিন্তু একটিতেও আমার অংশগ্রহণ করা হয়নি৷ কারণটা অত্যন্ত লজ্জাজনক, আমি ডয়েচে ভেলে'র ইংরেজি বানান কী হবে বুঝতে পারতাম না৷ নিয়মিত পত্র-পত্রিকা পড়া হলেও চিঠি লেখার অভ্যাস গড়ে তুলতে কখনই পারিনি৷ এটাই ডয়েচে ভেলের সাথে পরিচয় না হওয়ার প্রধানতম কারণ৷ নেট ব্রাউজ করতে গিয়ে আমি এই লিংকটির খুঁজে পেয়ে অত্যন্ত আনন্দিত৷ প্রতিদিন এখানে ঢুঁ মারার চেষ্টার করবো৷ আপনাদের সবাইকে আন্তরিক মোবারক বাদ৷ রিদ মিঞা, বাংলাদেশ৷

আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র৷ পড়া লেখার ফাঁকে ফাঁকে প্রতিদিন ডয়চে ভেলের ওয়েবসাইটটি রে দেখি৷ প্রতিদিন সব মজার মজার সব খবর পড়ে নিজেকে নতুন করে আবিষ্কার করি৷ আজ সংস্কৃতি ও বিনোদন শিরোনামে ক্লিক করে জানতে পারলাম বিখ্যাত অভিনেত্রী ডেমি মুর সম্পর্কে৷ নেপালের ক্রীতদাস, কিশোরী ও যুবতী যৌন কর্মীদের পুনর্বাসনের জন্য ডেমি মুর ও তার স্বামী নিজেদের উদ্যোগে যে কাজ শুরু করেছে সত্যি তা নজিরবিহীন৷ তাঁর মত যদি বিশ্বের সকল বড় বড় প্রতিষ্ঠিত লোকগুলো সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো৷ আমি স্বাগতম জানাই তার অভিযানের শিরোনাম ‘রিয়েল মেন ডোন্ট বাই গার্লস' কে৷ ডেমি মুর ও তার স্বামী অ্যাশটন কাচারের এই কাজ এগিয়ে যাবে অনেক দূর সেই কামনাই করি৷ আমি অনেক দিন ধরে আপনাদের ওয়েব সাইট ঘুরে দেখি৷ সব চেয়ে বেশি ভালো লাগছে আবহাওয়া পরিবর্তনে সবাইকে সতর্ক করার জন্য ডয়চে ভেলে তার ওয়েব সাইটে অনেক দিন ধরে একটি ফিচার ও বক্তব্য তুলে রাখার জন্য৷ মোঃ রাসেল শিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

পাহাড়ে নববর্ষ প্রতিবেদনটি পড়লাম৷ আমরা রেডিও ক্লাবের পক্ষ থেকে ১৪ ও ১৫ এপ্রিল নানা অনুষ্ঠান করার পরিকল্পনা হাতে নিয়েছি৷ প্রথমদিন থাকবে, আহমেদ করের জন্মদিন উপলক্ষে তাঁর জীবনী নিয়ে শ্রোতাবন্ধুদের নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা৷ আর বিকেলে গান ও কবিতা আসরের আয়োজন করবো৷ পরদিন বাংলা নববর্ষে প্রভাত ফেরি করবো ক্লাবের সদস্যদের নিয়ে৷ থাকবে গান আর ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান শোনার জন্য প্রচার৷ আপনাদের কাছ থেকে শুভেচ্ছা কামনা করছি৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন