ডিডাব্লিউ-র নেটিকেট বা ‘ইন্টারনেট ভব্যতা' | পাঠক ভাবনা | DW | 16.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডিডাব্লিউ-র নেটিকেট বা ‘ইন্টারনেট ভব্যতা'

‘‘গতকাল পাঠক ভাবনার পাতায় প্রকাশিত ডয়চে ভেলের নেটিকেট: ‘ইন্টারনেট ভব্যতা' – এই শিরোনামে ডিডাব্লিউ-র নিয়মনীতি মেনে চললে আপনাদের সাথে আমাদের পথচলা দৃঢ়তার সাথে আরো সুগম হবে৷''

Symbolbild Etikette im Internet

এই ছোট্ট ই-মেলটি পাঠিয়েছেন হাসিমপুর, নাটোর থেকে পাঠক বন্ধু রাজীব কুমার মন্ডল৷

- ধন্যবাদ৷ আশাকরি অন্য বন্ধুরাও এই লেখাটি পড়েছেন, যা আমাদের সকল পাঠক বন্ধুর জন্যই প্রযোজ্য৷

‘‘জার্মানিতে রয়েছে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ-এর ‘ডুয়াল সিস্টেম', যা জার্মানির অর্থনৈতিক সাফল্য এবং আবিষ্কারের পেছনে এক বিরাট অবদান রেখে আসছে৷ এ সম্পর্কে আগেও ডয়চে ভেলের ওয়েবসাইটের পাতায় বিস্তারিত প্রতিবেদন পেয়েছি৷ বৃত্তিমূলক স্কুলে শিক্ষা ও কোম্পানি প্রশিক্ষণ – এই দ্বৈত সিস্টেমের সুসংহত পদ্ধতির সাফল্য যুব বেকারত্বের হারকে কমিয়ে আনতে যে অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়ে থাকে, তাতে সংশয় নেই৷ ত্রাণ করতে পারে জার্মানির ‘ডুয়াল সিস্টেম' – এই প্রতিবেদনটি পড়ে বিষয়টির ওপর আরও সুস্পষ্ট ধারণা পেলাম৷ শুভেচ্ছা রইলো সবার জন্য৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷''

- ধন্যবাদ সুভাষ চক্রবর্তী৷ আপনি জার্মানি সমপর্কে জানতে যে ভীষণ আগ্রহী তা আমরা আপনার প্রতিটি লেখাতেই টের পাই৷ তাছাড়া আপনি নিজে দু'বার জার্মানি ঘুরেও গেছেন, যতদূর জানি৷ আর হ্যাঁ, কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলেও জানাবেন, কেমন?

‘‘আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন সকলে৷ বিশ্বাস ভালো আছেন সকলে৷ একটা একঘেয়ে সিস্টেমে চলতে থাকা ডয়চে ভেলের ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি আজ কয়েকদিন যাবত, যা বেশ আকৃষ্ট করছে আমাদের হৃদয় ও মন৷ আমরা আরও লক্ষ্য করছি যে, আপনাদের লেখার স্টাইলেও যথেষ্ট মুন্সিয়ানার ছাপ পড়েছে, যা দীর্ঘদিন পাঠক-বন্ধুদের আন্তরিক চাহিদা ছিল৷ তবে এক্ষুনি বেশি খুশি হওয়া নয়, শেষ হোক পরিবর্তনীয় পথচলার শেষ ধাপগুলি৷ তবে ডয়চে ভেলে থেমে থাকবে না, এগিয়ে যাবে নিজস্ব গতিতে, অনুপম ছন্দে৷ আর আবারও একদিন ঠিক পৌঁছে যাবে রেডিও প্রোগাম চলাকালীন কোনো যুগে, বসবে রাজার আসনে৷ সে বিশ্বাস আছে সকল পাঠক-বন্ধুদের হৃদয়ে৷ আননদম! বিকাশ রঞ্জন ঘোষ, কপিল মুনি, খুলনা, বাংলাদেশ৷''

- ভাই বিকাশ, অনেকদিন পর লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ অন্য বন্ধুদের কাছ থেকেও কিন্তু নিয়মিত মতামত চাই আমরা৷ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন