ক্যানসার গবেষণায় বাঙালি বিজ্ঞানী | পাঠক ভাবনা | DW | 26.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ক্যানসার গবেষণায় বাঙালি বিজ্ঞানী

বন্ধু এম এ বারিক লিখেছেন যে তাঁর ক্যানসার গবেষণায় বাঙালি বিজ্ঞানীর সাফল্য নিয়ে প্রতিবেদনটি ভালো লেগেছে৷ এছাড়া মানুষে মানুষে সংঘাতের ফলে বিশ্বব্যাপী ‘বাসযোগ্যতা’ কমছে – লেখাটিও ছিল বেশ৷

ক্যানসার গবেষণায় সাফল্য পাওয়া বাঙালি বিজ্ঞানী অনিন্দ্য বাগচী

ক্যানসার গবেষণায় সাফল্য পাওয়া বাঙালি বিজ্ঞানী অনিন্দ্য বাগচী

ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া থেকে তিনি আরো লিখেছেন, ‘‘সাম্প্রতিক একটি জরিপ অনুযায়ী বিগত পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন শহরের বাসযোগ্যতা কমেছে – প্রধানত সংঘাতের কারণে৷ তার বিস্তারিত তথ্য জানলাম আপনাদের করা প্রতিবেদনটি থেকে৷ আর একটি প্রতিবেদন দেখলাম জার্মানির ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে৷

সেটাও আমার বেশ ভালো লেগেছে৷ বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের দেশ জার্মানি৷ তাই ডয়চে ভেলের ছবিঘরে সবচেয়ে জনপ্রিয় ১০টি বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরা হলো৷ এ সব তথ্য জানানের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই৷''

পাঠক বারিকের পরের ই-মেল, ‘‘জার্মানিতে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা৷ তাই নিয়মিতই নজর রাখছি ডয়চে ভেলের ওয়েবসাইটের পাতায় খেলার আপডেট জানতে৷ কারণ এখানেই রয়েছে আমার প্রিয় সব খেলোয়াড়৷ যাঁরা ২০১৪ বিশ্বকাপ নানাভাবে মাতিয়ে রেখেছিল৷ তাঁদের খোঁজ-খবর রাখা তো উচিত৷ এ সব খেলার নিয়মিত আপডেট জানানোর জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ জানাই৷ আশা করছি এভাবেই ডয়চে ভেলে আমাদের সাথে থাকবে৷''

এবারের ই-মেলটি পাঠিয়েছেন বিজয়ী বন্ধু রিনা৷ তাঁর মন্তব্যএকম, ‘টপ গেম কুইজের' পুরস্কার হিসাবে আজকে চমত্‍কার আইপডটি হাতে পেলাম শুল্কমুক্তভাবে, এ জন্য খুবই ভালো লাগছে৷ আন্তরিক শুভেচ্ছা রইলো৷ রিনা পারভিন, সুজানগর কলেজ, সুজানগর, পাবনা৷''

- ধন্যবাদ দু'জনকেই৷ অন্য বন্ধুরাও মতামত জানাবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন