‘কোটা আন্দোলনকারীরাই জয়ী হবেন' | পাঠক ভাবনা | DW | 18.04.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কোটা আন্দোলনকারীরাই জয়ী হবেন'

কোটা সংস্কার আন্দোলনের নেতারা হামলা, গ্রেপ্তার এবং গুমের আতঙ্কে আছেন– এ খবরের প্রতিক্রিয়ায় কোনো কোনো পাঠক জানিয়েছেন, তাঁরা মনে করেন আন্দোলনকারীরাই জয়ী হবেন৷

কোটা সংস্কার প্রসঙ্গে  পাঠক মঈন আহমেদ তাঁর মতামত জানিয়েছেন এভাবে, ‘‘বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর বরিশালে সবচেয়ে বেশি উচ্চ শিক্ষিত লোক৷ যথেষ্ট ভাবনা-চিন্তা না করে এখন ছাত্ররা যে দাবি বাস্তবায়নে উচ্চ-কন্ঠ, এদের দাবি বাস্তবায়ন হয়ে গেলে একটা সময় দেখা যাবে, ঐ দুই অঞ্চলের লোকেরাই সব চাকরি পেয়ে গেছে৷ এর ফলে বৈষম্য আরো বেড়ে যাবে৷ আবার কোনো এক সময় ছাত্ররাই কোটার জন্য আন্দোলন করবে৷ বাংলাদেশের মতো বিশ্বের বহুদেশেই সরকারিচাকরিতে কোটা আছে৷ প্রতিবেশী ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশের কোটা যথেষ্ট লিবারেল৷ বিশেষ করে পাকিস্তানে শুধু পাঞ্জাব প্রদেশের জন্যই ৫০% কোটা আর মেধাবীদের জন্য মাত্র ৭% কোটা৷ এসব নিয়ে সেখানে কোনো প্রশ্নই উঠেনি৷ তাহলে বাংলাদেশে কেন? হ্যাঁ, কোটা প্রথা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটা নিয়ে এখন কাজ শুরু করা দরকার (আজকেই সংস্কার করলাম, কালকেই বাস্তবায়িত হবে এটা সহজ নয়, এবং এমন দাবি করাও সঠিক নয়৷ এটা নিয়ে এমন কিছু করা ঠিক নয় যাতে বৈষম্যের শিকার বাকীরাও যেন আবার প্রশ্ন না করে)৷ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা ৩০% বেশি হয়ে গেছে, এটা কমানো যেতে পারে৷ তার মানে এই না, দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সন্তানদের খারিজ করে দিতে হবে৷ তবে নারী কোটা চিরকালের জন্য বন্ধ করা উচিৎ৷''

পাঠক শহীদুল ইসলামও কিন্তু মঈন আহমেদের সাথে একমত৷ এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘‘জয় হবে  কোটা আন্দোলনকারীদের৷ তাদের সাথে জনগণ আছে৷''

আর যারা গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করেছে, তাদের শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন আর সাখাওয়াত বাবন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন