কান চলচ্চিত্র উৎসবের পরিচ্ছন্ন শ্রুতিচিত্র | পাঠক ভাবনা | DW | 24.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কান চলচ্চিত্র উৎসবের পরিচ্ছন্ন শ্রুতিচিত্র

আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ মানুষের সঙ্গে রোবটের পার্থক্য কমানোর উপর পরিবেশিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন খুব ভালো লাগলো৷ অপর একটি প্রতিবেদন শুনলাম লতাপাতার দিকে জার্মানদের ঝোঁক বৃদ্ধি বিষয়ে৷

দারুণ লাগলো বিশেষ করে গোলাপ গাছের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জেনে৷ মহ. জাহির আব্বাস মোল্লা, চুপী, বর্ধমান৷

‘নন্দন' থেকে উপহার পেলাম কান চলচ্চিত্র উৎসবের একটা পরিচ্ছন্ন শ্রুতিচিত্র৷ চিরাচরিতভাবে ডয়চে ভেলের সুলভ বস্তুনিষ্ঠ, টাটকা ও নির্ভরযোগ্য তথ্যাদি৷ মুগ্ধ হলাম, সমৃদ্ধ হলাম৷

জার্মানরা ঝুঁকছেন ‘স্লো ফুড' তথা লতাপাতার খাবারের দিকে৷ বিষয়টি ভীষণ আকর্ষণীয়৷ আশাকরি জার্মানদের এই ভাবনায় অনেকে প্রভাবিত হবেন৷ চৈতালী ও ডা.সিদ্ধার্থ সরকার, মুর্শিদাবাদ৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে আজকের চলতি ঘটনাতে ‘ব়্যাবকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে: দীপুমনি' শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ ব়্যাবকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে দীপুমনির এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করতে পারছি না৷ কেন ব়্যাবকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে? ব়্যাব সব সময়ই জনগণের বন্ধু৷ ব়্যাব আছে বলেই এখন গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে এবং তাদের নিত্যদিনের কাজকর্ম করতে পারছে৷ যা আজ থেকে কিছুদিন পূর্বেও সন্ত্রাসীদের ভয়ে কল্পনা করা যেত না৷ আর এসব সন্ত্রাসীরা এতটাই খারাপ যে, সন্ত্রাসী কার্যকলাপের সাথে সাথে অহরহ চাঁদাবাজী চালিয়ে যেত৷ আমার মনে হয় যদি সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করা হয় তাহলে শতকরা ৯০জন মানুষ ব়্যাবের পক্ষে ভোট দেবেন৷ ব়্যাবের ক্রসফায়ার যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে যেসকল সন্ত্রাসীরা দিনে দুপুরে নিরীহ মানুষদের চাঁদা না দেওয়ার কারণে বা যে কোন তুচ্ছ কারণে জনসমক্ষে হত্যা করে চলে যাচ্ছে সেটা তাহলে কি? ভাল-মন্দ বা দোষ-গুণ নিয়েই মানুষ৷ ব়্যাবও এই উক্তির বাইরে নয়৷ যদি ব়্যাবের মধ্যে খারাপ কেউ থেকে থাকে তবে অবশ্যই তাদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে৷ তাই বলে পুরো ব়্যাবকে তুলে দেবার মত ভুল বর্তমান সরকার করবে না বলে আমি আশা করি৷

গতকালের চলতি ঘটনাতে ‘যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে টর্নেডোতে নিহত কমপক্ষে ৩১' শিরোনামে প্রতিবেদনটি পড়লাম এবং যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে টর্নেডো আঘাত হানার কথা জানতে পারলাম৷ এই টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের প্রতি রইল আমাদের ক্লাবের সকলের পক্ষ থেকে সমবেদনা৷ আর এই টর্নেডোর আঘাতে মিনিয়াপোলিস শহরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মালিকগণ দ্রুত তাদের আগের অবস্থানে ফিরে যাবে এই প্রত্যাশা রাখছি৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মেহেরজান'৷ মুক্তির পরপরই উত্তপ্ত বিতর্কের মুখে পড়ায় বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয় ‘মেহেরজান'কে ৷ তবে মেহেরজান সাড়া ফেলছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে৷ মুক্তিযুদ্ধের সময় এক পাক সেনার সাথে বাংলাদেশি এক তরুণীর প্রেমকাহিনী নিয়ে গড়ে উঠেছে এর গল্প৷ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিচরণ করছে ‘মেহেরজান' এই মেহেরজান কে নিয়ে আপনাদের ওয়েবসাইটের প্রতিবেদন আমাদের মুগ্ধ করলো৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্র সমন্ধে বিস্তারিত জানতে পেরে খুব ভালো লাগল৷ মহঃ হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , পূর্বস্থলী , বর্ধমান৷

প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেবেন৷ আশা করি ভাল আছেন৷ আমিও ভাল আছি৷

ফেসবুকে সাগর ভাইয়ের কমেন্টস ‘গুডবাই জার্মানি' দেখে মনটা খারাপ হয়ে গেল৷ পরেরদিন সকালের ইনবক্স শুনে সবকিছু বুঝতে পারলাম৷ মনটা আরো খারাপ হয়ে গেল৷ ডয়চে ভেলেতে মিস করবো সাগর ভাইকে সেই সাথে মিস করবো তার সবুজ পৃথিবী পরিবেশনা৷ তবে শুভকামনা রইল তাঁর জন্য৷ বাংলাদেশে তিনি সবুজের বিপ্লব ছড়িয়ে দেবেন এই প্রত্যাশা রইলো৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী দেশের বাইরে আছেন, তারা বিদেশে কি কি করছেন মানে কার সাথে সাক্ষাৎ করছেন৷ কি কি বিষয়ে আলোচনা করছে তা নিয়ে কোন খবর ও প্রতিবেদন কেন ডয়চে ভেলে হতে প্রচার করা হয় না জানাবেন কি?

একই প্রতিবেদন সকাল ও রাতের অনুষ্ঠানে প্রচার করার যৌক্তিকতা কতটুকু বুঝতে পারছিনা৷ এমনিতে অনুষ্ঠানের সময় কম, আর এ কারণে সকল প্রতিবেদন অনুষ্ঠানে প্রচার করা যায় না, তাই বিষয়টি ভেবে দেখবেন৷ ধন্যবাদান্তে, মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা, বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক