‘এক্সেলেন্স অন ট্যুর' | পাঠক ভাবনা | DW | 01.04.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এক্সেলেন্স অন ট্যুর'

এর আয়োজন নিয়ে পরিবেশনাটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে বেশ ভালো লাগলো জানিয়েছেন বন্ধু সুভাষ চক্রবর্তী৷

ভারতের নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, ‘‘ওয়েবসাইটের ‘বিজ্ঞান পরিবেশ' পাতায় জার্মান বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলি সম্পর্কে উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী ভারতীয় ছাত্র-ছাত্রীরা এর ফলে জার্মানির আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে৷ বিদেশি উচ্চশিক্ষার্থী এবং যোগ্য কর্মপ্রার্থীদের জন্য জার্মানির দরজা উন্মুক্ত করে দেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়৷''

তিনি আরো লিখেছেন, ‘‘ভালো লাগছে খেলার পাতাটি থেকে অনেক তথ্য পেয়েও৷ সাত ম্যাচ বাকি থাকতেই বায়ার্ন মিউনিখের ২৪তম বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত করে নেওয়ার খবর বেশ অবাক করার মতোই৷ অভিনন্দন জানাই বায়ার্ন মিউনিখকে৷ নিয়মিত ওয়েবসাইটের মধ্য দিয়ে আমি আছি ডয়চে ভেলের সাথে৷''

পরের ই-মেলটি লিখেছেন বন্ধু রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর থেকে৷ তিনি লিখেছেন, ‘‘উপজেলা পরিষদ নির্বাচন ও প্রার্থীদের মোবাইল এসএমএস! – সত্যিই তথ্য-প্রযুক্তির উন্নয়ন সুবিধার পাশাপাশি এক গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীনও করে তুলছে৷ এরই বাস্তব প্রমাণ বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় মোবাইল এসএসএম ব্যবহার করা৷ একের পর এক প্রার্থীর অসংখ্য এসএমএস মোবাইলে আসতেই থাকছে৷ বেশিরভাগ সিম অপারেটর এ সার্ভিস বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে পারছে না আর গ্রামীণফোন রাখলেও নিচ্ছে বাড়তি চার্জ৷ আমি মনে করি, সরকার কর্তৃক এ পদ্ধতি বন্ধ করা উচিত৷ আশাকরি আমার এ পরামর্শ ডয়চে ভেলেতে প্রকাশ পাবে এবং জনমতে সচেতনা বাড়বে৷''

- লেখার জন্য ধন্যবাদ দু'জনকেই৷ অন্য বন্ধুরাও লিখবেন, কেমন? সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন