এই ধরণের পরিবেশনা বৈচিত্র্য আনে | পাঠক ভাবনা | DW | 18.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এই ধরণের পরিবেশনা বৈচিত্র্য আনে

বিশ্বের শ্রেষ্ঠ নরসুন্দর জার্মান নাগরিক ভাইসার’এর কথা জানলাম প্রিয় বেতার ডয়চে ভেলের সৌজন্যে৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে দেখলাম প্রতিযোগীদের দাড়ি-গোঁফের বাহার৷

হালকা মেজাজের এই ধরণের পরিবেশনা অনুষ্ঠানে বৈচিত্র্য আনে৷ জলবায়ু পরিবর্তন রোধে ২০ জন নোবেলজয়ী জোটবদ্ধ হয়েছেন জেনে ভীষণ ভীষণ ভালো লাগলো৷ বিশ্বাস করি এবার অন্তত কিছু কাজের কাজ হবে৷ ডা. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

আপনাদের বাংলা অনুষ্ঠানের আমি একজন নতুন শ্রোতা৷ অনুষ্ঠান এত ভালো লাগছে যে প্রতিদিন নিয়মিত শুনতে বাধ্য হচ্ছি৷ আমি সাধারণত রাতের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে শুনে থাকি৷ মাঝে মাঝে সাইবার ক্যাফেতে যেয়ে সকালের অনুষ্ঠানও শুনি৷আপনাদের ওয়েবসাইট খুবই সাজানো গোছানো আর ছবিগুলি খুবই বাস্তব যা দেখে একেবারে মোহিত আমাদের নতুন শ্রোতাবন্ধু৷ মহ: টোটন মোল্লা, চুপী, পূর্বস্থলী, বর্ধমান ,ভারত ৷

১৭ তারিখে হেল্থ লাইন ফিচার পর্বটি শুনে রীতিমত বিস্মিত হয়ে গেলাম৷ জামানিতে এ ধরনের স্থায়ী ট্যাটু বা উল্কি করার ফলে মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়৷ আর তা সত্ত্বেও এরকম খামখেয়ালি মনোভাব কেন? মোঃসিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতা ক্লাব, কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ি, কুড়িগ্রাম৷

সময় স্বল্পতার কারণে অনুষ্ঠানে সকল শ্রোতার মতামত পড়ে শোনানো সম্ভব নয়৷ তাই ওয়েব পেজে মতামতগুলো তুলে দেওয়া হয়৷ সেখানে শ্রোতাদের প্রশ্ন থাকলে তা ঐ ওয়েব পেজেই প্রশ্ন হয়েই থেকে যায়, মেলে না কোন উত্তর৷ তাই ড়য়চে ভেলের কাছে আমি সহ দুই বাংলার সকল শ্রোতার অনুরোধ প্রত্যেকটি মতামতের নিচে আপনাদের ঐ মতামত সম্পর্কে বক্তব্য বা প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়া হোক৷ মোঃ রাসেল শিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

- বন্ধুদের প্রশ্নোত্তরের জন্য ‘আপনাদের মতামত পাতায় ' ‘সংলাপ' নামে রয়েছে আলাদা ঘর৷ মোঃ রাসেল শিকদারের প্রশ্নের উত্তরও সেখানে দেওয়া হয়েছে আগে৷

বিদ্যুৎ-চালিত গাড়ির জন্য জার্মান সরকারের বিশেষ সুবিধা দেওয়াকে আমি ভালো সিদ্ধান্ত বলে মনে করছি৷ আশরাফুল ইসলাম, বাংলাদেশ৷

বাংলা অনুষ্ঠান আমার খুবই প্রিয়৷ আপনাদের অনুষ্ঠান শুনে জার্মানি সম্পর্কে অনেককিছু জানতে পারছি সেজন্য ডয়চে ভেলেরে সকল কর্মীকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি৷ অশোক কুমার বিশ্বাস, মুন টেইলার্স, সুজানগর, পাবনা, বাংলাদেশ৷

রাজশাহী থেকে প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান আগে বেশ ভালোভাবেই শুনতে পেতাম৷ কিন্তু গত ২০দিন যাবত শোনা যাচ্ছেনা৷ অনুগ্রহ করে বিষয়টির দিকে নজর দেবেন৷ জাহাঙ্গীর আলম, বর্সতি গোলা, মুর্শিদাবাদ, ভারত৷

সংকলন:নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক