আপনাদের জন্য - খোলা চিঠি | পাঠক ভাবনা | DW | 16.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আপনাদের জন্য - খোলা চিঠি

প্রিয় শ্রোতাবন্ধুরা, ডয়চে ভেলের বাংলা, হিন্দি ও উর্দু বিভাগ সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ৷

শর্টওয়েভ-এ অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছি আমরা তার অর্থ এই নয় যে,ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া অঞ্চলে তার শ্রোতাদের পরিত্যাগ করছে৷ বরং তার উল্টোটাই ঠিক৷ কারণ ডয়চে ভেলে এশিয়াকে তার অন্যতম প্রধান বাজার হিসেবেই গণ্য করে৷ আগামী বছরগুলোতে ডয়চে ভেলে এই অঞ্চল সম্পর্কে তার উপলব্ধি ও সচেতনতা আরও বৃদ্ধি করতে সবিশেষ আগ্রহী৷ কাজেই জার্মানির বৈদেশিক সম্প্রচার গুণগত কিছু পরিবর্তন ও পুনর্বিন্যাসের ওপর নির্ভর করবে৷ যার সুফল আমরা পেয়েছি বিশ্বের অন্যান্য অংশে৷

বিশ্বের নানা দেশে ডয়চে ভেলে ইতোমধ্যে এই অভিজ্ঞতা অর্জন করেছে যে, শর্টওয়েভ’এর চেয়ে বরং এফএম-সহযোগীরাই অনেক বেশি সাফল্য এনে দিয়েছে তাকে৷ কারণ এফএম-এ প্রচারিত অনুষ্ঠান শর্টওয়েভের চেয়ে অনেক ভালো শোনা যায়৷ শর্টওয়েভ বহু শ্রোতার কাছে পৌঁছায় না৷ শর্টওয়েভ সম্প্রচারের ব্যয়ভারও অনেক বেশি৷ ফলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর পথ খুঁজতে গিয়ে ডয়চে ভেলেকে তার বাংলা, উর্দু ও হিন্দি ভাষার অনুষ্ঠানের বিষয়বস্তু ও অনুষ্ঠান বন্টনের মাধ্যমগুলোর পুনর্বিন্যাস করতে হয়েছে৷

আগামীতে দক্ষিণ এশিয়ায় রেডিও অনুষ্ঠান শোনা যাবে প্রধানত এফএম ব্যান্ডে৷ তাই এফএম’ই হবে আমাদের সম্প্রচারের সেরা মাধ্যম৷

যেসব অঞ্চলে আমরা এখনও এফএম সম্প্রচারের জন্য স্থানীয় সহযোগী অর্জন করতে পারিনি, সেখানে আমরা নির্ভর করব মিডিয়াম ওয়েভের ওপর৷ মিডিয়াম ওয়েভের শ্রবণমান শর্টওয়েভের চেয়ে অনেক ভালো৷ তাছাড়া শ্রোতাদের কাছে মিডিয়াম ওয়েভের গ্রহণযোগ্যতাও বেশি৷ মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনা যায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও-যেমন বাংলাদেশে৷ তবুও ফলপ্রসূতার দিক থেকে মিডিয়াম ওয়েভ’এর চেয়ে এফএম অনেক বেশি এগিয়ে৷

আমরা জানি, শহরে নগরে ব্যাপকভাবে তৈরি হয় তড়িৎ-চৌম্বকীয় ক্ষেত্র যা কিনা প্রায়শই শর্টওয়েভ আর মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায়৷ তবে শহরে সাধারণত শর্টওয়েভের চেয়ে মিডিয়াম ওয়েভের শ্রবণমান ভালো৷

ডয়চে ভেলের সঙ্গতি যেহেতু সীমিত, তাই আমরা সম্প্রচারের এমন এক মাধ্যম বেছে নেবো যা আমাদের জন্য সবচেয়ে বেশি সুফল বয়ে আনবে৷ এ ক্ষেত্রে আমাদের এই কাঙ্খিত মাধ্যম হল এফএম এবং মিডিয়াম ওয়েভ৷

আমাদের সম্প্রচারের নতুন মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানাতে আমরা যার পর নাই উৎসুক৷

আপনাদেরই একান্ত

ডয়চে ভেলে