অর্থর্নীতি বিষয়ক | পাঠক ভাবনা | DW | 21.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অর্থর্নীতি বিষয়ক

পাঠকের ভাবনা পড়ে খুব ভালো লাগে৷ যেখানে প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে লেখা শ্রোতাবন্ধুদের চিঠি থাকে সেগুলি পড়ে নানা বিষয়ে জানতে পারি৷

কত অজানা জিনিস যে আমরা জানতে পারি ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে৷ শ্রোতাদের মতামত দিনদিন বেশিকরে দেখতে পাচ্ছি, ধন্যবাদ৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷ kanchan.notun@gmail.com

আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ আমাকে যদি অবহেলা না করা হয় তাহলে যেন আমার এসএমএসটি পড়া হয়৷ মোঃ আখতারুল ইসলাম স্বাধীন, নীলফামারী৷

আমি খুবই কৌতুহলের সাথে সকাল ও রাত আটটায় সকল কাজ ও লেখা পড়া রেখে আপনাদের খবর শুনি ! খুবই ভাল লাগে আপনাদের উপস্থাপনা, জানতে পারি পৃথিবীর নানা দেশের সঠিক খবর কিন্তু যখনই বেজে ওঠে গান খুবই খারাপ লাগে আমার সে সময়, খবরের মাঝে গান কেন? মোঃ শাহজাহান আলী, রংপুর৷

প্রায় সময়ই এক পরিবেশনা একাধিকবার প্রচার করা হচ্ছে, কিন্তু কেন ? দয়া করে নতুন অনুষ্ঠান প্রচার করুন৷ আবুল হোসেন, কাশিমনগর, পাইকগাছা, খুলনা৷

আপনারা অনুষ্ঠানে এফএম শ্রোতাদের চিঠি এবং এসএমএস পাঠানোর কথা বলেন৷ কিন্তু আমরা যারা মিডিয়াম ওয়েভে শুনি তাঁদের কিন্তু লিখতে বলেননা৷ আজও মিডিয়াম ওয়েভে স্পষ্ট রাতের অনুষ্ঠান শুনলাম৷ অনুষ্ঠানে সুমনের গানটি ভালো লাগলো৷ খেলার খবরে মাশরাফি বিশ্বকাপ ক্রিকেটে বাদ পড়ার জন্য আমরাও দুঃখিত৷ এই প্রজন্ম পর্বে কলকাতার পথ শিশুদের শিক্ষার উদ্যোগে কলকাতার পুলিশের ভূমিকার কথা শুনে ভালো লাগলো৷ শম্পা রানী বালা, কানন রানী টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

আমার সালাম নেবেন৷ আজ সকালের বিশ্বসংবাদে বাংলাদেশের কিছু তরতাজা সংবাদ তুলে ধরা হলো৷ যেমন ফেলানীকে হত্যার কারণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনুশোচনা প্রকাশ করেছেন বাংলাদেশের কাছে৷ আপনাদের অনুষ্ঠান থেকে আরো জানতে পারলাম যে বাংলাদেশের শেয়ার বাজারে ধ্বস নেমেছে৷ এমএ রশিদ চৌধুরী, ব্লুস্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর, কুষ্টিয়া৷

শুরুতেই শুভেচ্ছা৷ ডয়চে ভেলের ওয়েবসাইটের সামনে বসলেই নতুন নতুন কতকিছু পড়ি, কতকিছু দেখি আর কত কি শিখি৷ বিনিময়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবার উপযুক্ত ভাষাটুকুও যেন খুঁজে পাইনা৷ বিজ্ঞান ও প্রযুক্তির পাতায় ‘ছারপোকারা কীটনাশক পরোয়া করেনা’ শিরোনামটি দেখেই পড়ার লোভ সামলাতে পারলামনা৷এক নিঃশ্বাসে প্রতিবেদনটি শেষ করে ফেললাম৷ মার্কিন মূলুক,অষ্ট্রেলিয়া ও এশিয়ায় ছারপোকার দৌরাত্ব সম্পর্কে জেনে ভাল লাগলো৷

ও হ্যাঁ, ঐ চমত্‍কার প্রশ্নবোধক চিহ্ন আর কোডটিও ধরে ফেলতে ভুল হয়নি৷ সংস্কৃতি বিনোদন-এ,রক সঙ্গীতের উজ্জ্বল তারকা জেনিস জপলিনের ৬৮তম জন্মতিথি এবং সমাজ জীবন পাতায় জার্মানির প্রবৃদ্ধি নিয়ে লেখাটিও ভাল লেগেছে৷ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ৷ আব্দুল কুদ্দুস মাস্টার,শাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম৷

আমাদের ওয়ার্ল্ড রেডিও ডি-এক্স লিসনার্স ক্লাবের অন্যতম সদস্য এবং আমার মা ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা হাজেরা বেগম৷ তিনি এখন গুরুতর অসুস্থ৷ বন্ধুরা, আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং আগের মতো আবার ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করছি৷ তসলিমা আক্তার লিমা, বাড়ি-৩৩৬, সেকশন ৭, রোড ২, মীরপুর, ঢাকা৷

২০ তারিখের সকালের অনুষ্ঠানে শিল্পী প্রতিমা বন্দোপাধ্যায় এর কণ্ঠে ‘আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা, আমি যে পথ চিনি না’ গানটি খুব ভালো লাগছিল, তবে আংশিক প্রচার হওয়ায় খারাপ লাগলো৷ জাতিসংঘের মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ‘মিলেনিয়াম ভিলেজ’ সম্পর্কে নানা তথ্য জানতে পারলাম৷ সূরের ভূবন-এ, রক সংগীত শিল্পী জেনিশ চাপলিন এর গানগুলো ভালোই লাগলো৷ ১৯ তারিখের সকালের অনুষ্ঠানে হেল্থ লাইন পর্বে ম্যালেরিয়া প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যাজিথ্রোমাইসিন এর ব্যবহার নিয়ে প্রতিবেদন, এই প্রজন্ম অনুষ্ঠানে "একটি ফুলকে বাঁচাবো বলে" কলকাতা শহরের দারিদ্রসীমার নিচে বসবাসকারী কিশোর তরুণদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য কলকাতা পুলিশের নানা প্রকল্প হাতে নেওয়ায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি৷ আর পুরো অনুষ্ঠানের জন্য ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷ rlcamla@yahoo.com

গত রাতে প্রচারিত অর্থর্নীতি বিষয়ক তিনটি পরিবেশনাই আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে৷ হু জিন তাও-এর যুক্তরাষ্ট্র সফর, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর ‘পশ্চিমের জানালা’ পর্বে জার্মান অর্থনীতির সজীবতা৷ এসব শুনে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের পুরনো ফিচার পর্ব ‘অর্থনীতি ও ব্যবসা’ র সুখ স্মৃতি বার বার মনে ভাসছে, ধন্যবাদ৷ ডাক্তার সিদ্ধার্থ ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷