‘অন্বেষণ' কুইজের ফলাফল | পাঠক ভাবনা | DW | 16.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অন্বেষণ' কুইজের ফলাফল

সপ্তাহান্তে একুশে টেলিভিশনে ডয়চে ভেলের ‘অন্বেষণ' অনুষ্ঠানে প্রচারিত যে-কোনো একটি প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে এই কুইজের প্রশ্ন নির্ধারণ করা হয়৷ এ সপ্তাহের পুরস্কার – ডয়চে ভেলের লোগো খচিত বিশেষ পেন্সিল সেট৷

এবারের প্রশ্ন ছিলো: গালাপাগোস দ্বীপপুঞ্জের একটি দ্বীপে জ্বালানি হিসেবে একটি গাছের তেল ব্যবহার করা হয়৷ বলতে হবে, গাছটির নাম কি?

সঠিক উত্তরটি হচ্ছে জাট্রোফা গাছ৷ উত্তর দিয়েছেন মোট ৫৩৩ জন বন্ধু৷ এর মধ্যে বিজয়ী হয়েছেন আতিয়া সুলতানা৷

বন্ধু আতিয়া সুলতানা আপনাকে অভিনন্দন৷ অন্বেষণ কুইজের এই পর্বের বিজয়ী আপনি৷ দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পেজের মেসেজ বক্সে পাঠিয়ে দিন৷ আর যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ' এবং ওয়েবসাইটের কথা৷

আমাদের অন্বেষণ কুইজ নিয়মিত আয়োজন করা হবে৷ প্রতি শুক্রবার কুইজের প্রশ্ন ফেসবুকে প্রকাশ করা হবে এবং তা চলবে রবিবার পর্যন্ত৷ আর সোমবার আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা' পাতায় প্রকাশ করা হবে বিজয়ী বন্ধুর নাম৷

উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

- বাংলা বিভাগ

পাঠক বন্ধুদের সবাইকে জানাই বাংলা বিভাগের সবার পক্ষ থেকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা৷ আমরাও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি পাঠক বন্ধুদের কাছ থেকে৷ শুভেচ্ছা জানিয়েছেন উথলী বাজার, চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আবদুল্লাহ; আলতাফনগর, বগুড়া থেকে মো. শাহীনূর আলমসহ অনেকে৷

আমাদের কাছে বেশ অনেকদিন পর আবার ইমেল পাঠিয়েছেন চুপী, বর্ধমান থেকে মো. হাফিজুর রহমান৷ তিনি লিখেছেন, ‘‘ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইট ভিজিট করছি৷ ...ওয়েবসাইটে এত ভালো কাভারেজ আর অন্য বিভাগ থেকে পাই না৷ সেখানে থাকে বিজ্ঞান, পরিবেশ ও বিনোদনের খবর৷ থাকে উপযুক্ত বিষয় ভিত্তিক ছবি৷ ধন্যবাদ সুন্দর ও সার্থক ওয়েবসাইটের জন্য৷

– বন্ধুদের সবাইকে ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন