অং সান সু চি | পাঠক ভাবনা | DW | 15.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অং সান সু চি

প্রিয় ডয়চে ভেলে, গৃহবন্দিদশা থেকে অং সান সু চিকে মুক্তি দিয়ে মিয়ানমারের জান্তা সরকার পৃথিবীর সকল সংগ্রামী মানুষের গণতান্ত্রিক অধিকারকে স্বীকৃতি দিয়ে ...

.. এক অসাধারণ উদাহরণ স্থাপন করলো৷ তপন কুমার ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চেভেলে বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেছা দেবেন৷ আশাকরি সবাই ভাল আছেন৷ আমিও ভাল আছি৷

রেইনফরেস্ট ও পরিবেশ রক্ষায় বিশেষ জার্মান সার্চ ইঞ্জিন ‘ইকোসিয়া' নিয়ে পরিবেশনাটি খুব ভালো লেগছে৷ সময় উপযোগী একটি পরিবেশনার জন্য ডয়েচে ভেলেকে ধন্যবাদ৷ আরও ধন্যবাদ আজ সকালের ইনবক্সে আমার চিঠির জবাব দেওয়ার জন্য৷ মাহফুজ,ঝাকুনীপাড়া, কুমিল্লা, বাংলাদেশ৷

এখন প্রতিদিন রাতে অনেক শ্রোতা আমাদের ক্লাবে আসছে অনুষ্ঠান শুনতে৷ আমরা ইন্টারনেট থেকে নিয়মিতভাবে অনুষ্ঠান সবাইকে শোনাচ্ছি৷ ফলে ক্লাবে শ্রোতাদের ভিড় বাড়ছে তার পরও চেষ্টা করছি সবাইকে শোনাতে৷ কিন্তু এভাবে বেশিদিন চলা সম্ভব নয়৷ কারণ আমরা এফএম ও মিডিয়াম ওয়েভ কোনটাতেই শুনতে পাচ্ছিনা৷ যেহেতু এফএম ও মিডিয়াম ওয়েভ কোনটাতেই বাংলাদেশ ও ভারতের পুরো এলাকার শ্রোতারা শুনতে পাচ্ছেনা, তাই যদি বাংলাদেশ বেতারের ঢাকা রাজশাহী খুলনা থেকে মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার করা যায় তাহলে অনুষ্ঠান শুনতে আমাদের কোন অসুবিধা হবেনা৷ কারণ বাংলাদেশ বেতারের ঢাকা রাজশাহী খুলনা থেকে মিডিয়াম ওয়েভে প্রচারিত অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের সবাই ভাল শুনতে পায়৷ প্রস্তাবটা ভেবে দেখবেন৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, পাটালির মোর, নওগাঁ, বাংলাদেশ৷

১৪ নভেম্বর, শিশু দিবস৷ তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে৷ শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়৷ বিধান সান্যাল, মস্কো রেডিও লিসনার্স ক্লাব, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ছবি খুঁজুন, পুরস্কার জিতুন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আপনাদের পাঠানো পুরস্কার ব্যাগটি পেয়েই এই মেলটি লিখছি৷ পুরস্কারটি আমার ভীষণ পছন্দ হয়েছে৷ এখন থেকে বাইরে যাওয়ার সময় ডয়চে ভেলের এই ব্যাগটি আমাকে সঙ্গ দেবে-একথা ভাবতেই ভালো লাগছে৷ এই ভালো লাগার মাঝে অনুষ্ঠান না শুনতে পারার যন্ত্রণাটা আরো বেশি লাগছে৷ ইন্টারনেটে অনুষ্ঠান শোনার সুযোগ বা সময় কি বাংলাদেশের মেয়েদের সচরাচর থাকে ? এর পরও ইনবক্স শুনতে ভুল হচ্ছেনা৷ সিম্মী আহমেদ কোয়েল, অপার ইনফর্মেশন কর্নার, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

মিডিয়াম ওয়েভে বাংলা অনুষ্ঠান শুনতে পাচ্ছিনা৷ জহুরুল ইসলামবেরহওলিয়াস পাবনা, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান ভালো লাগছে৷ খেলার খবর যেন অনুষ্ঠানে প্রতিদিন দেওয়া হয়৷ মাসুদ, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা, এই মাত্র এক নিঃশ্বাসে মিডিয়াম ওয়েভে আপনাদের রাতের অধিবেশন শেষ করলাম৷ বাংলাদেশে বিএনপি'র ডাকা হরতালের ওপর রিপোর্ট, মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা অং সান সু চির মুক্তি, জার্মান পত্র-পত্রিকায় দঃ এশিয়ার খবর এবং ক্লাব বন্ধুদের প্রিয় অনুষ্ঠান ইনবক্সে শ্রোতাদের সুন্দর সুন্দর চিঠি, ভয়েস মেল, ই-মেল ও এসএমএস- এর জবাব শুনে আমরা ক্লাবের সবাই দারুণ খুশি হয়েছি৷ আজ রাতে খুব সুন্দরভাবে মিডিয়াম ওয়েভে প্রিয় বেতার ডয়চে ভেলের মনোগ্রাহী অনুষ্ঠান শুনতে পেয়ে ভীষণ ভাল লাগছে৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

১৫দিন হয়ে গেলো তোমাদের কথা শুনতে পাচ্ছিনা কিন্তু আমি নিরুপায়৷ জানিনা আবার কবে তোমাদের সুমিষ্ট কন্ঠ শুনতে পাবো৷ খুব মিস করছি তোমাদের৷ তোমরা ভালো আছ তো? আমি সেটাই চাই৷ জিষ্ণু হাতি, স্বর্ণ চালিদা, বর্ধমান, ভারত৷