‘দলগুলোর জনপ্রিয়তার মাত্রা বোঝা গেছে' | পাঠক ভাবনা | DW | 20.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘দলগুলোর জনপ্রিয়তার মাত্রা বোঝা গেছে'

উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ের ফলাফলের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার মাত্রা বোঝা গেছে, বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার৷

তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন ডয়চে ভেলের বাংলা বিভাগের অধিকাংশ পাঠক৷ উপজেলা নির্বাচনের ফলাফল পরবর্তী বিশ্লেষণ নিয়ে আমাদের ঢাকা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন ফেসবুকে শেয়ারের সময় একটি প্রশ্ন করা হয়৷ জানতে চাওয়া হয়, সুজন সম্পাদক ডয়চে ভেলেকে যা বলেছেন তার সঙ্গে পাঠকরা একমত কিনা৷ উত্তরে বেশিরভাগ পাঠক ‘হ্যাঁ' বলেছেন৷ মুস্তাফিজুর রহমান তরুণ বলেছেন, ‘‘হ্যাঁ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সত্য কথাই বলেছেন৷''

Bangladesch Parlamentswahlen

‘চেয়ারম্যান ইলেকশনে পার্টির চেয়ে যে দাঁড়ালো তাঁর জনপ্রিয়তা মুখ্য‘

তবে সুজন সম্পাদকের সঙ্গে একমত নন তোহা ভূঁইঞা৷ ‘‘না, আমি এর সাথে একমত নই, কারণ চেয়ারম্যান ইলেকশনে পার্টির চেয়ে যে দাঁড়ালো তাঁর জনপ্রিয়তা মুখ্য৷'' রমজান সরকারও তাই মনে করেন৷ তিনি লিখেছেন, ‘‘না, কারণ সরকারি ও উপজেলা নির্বাচন আলাদা৷''

তন্ময় ভৌমিক লিখেছেন, ‘‘...আমি মনে করি কথাটি (সুজন সম্পাদকের) বোকা বা গাধার মতো কথা! উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান ১৩টি ও ভাইস চেয়ারম্যান ২৩, মহিলা ১০টি জয়ী হয়েছে৷ স্থানীয় নির্বাচন দিয়ে যদি মনে করা হয় জনপ্রিয়তা, তাহলে জামায়াতকে বলুন না এককভাবে জাতীয় বা স্থানীয় নির্বাচন করতে৷ দেখবেন ব্যক্তি জনপ্রিয়তা দিয়ে জয়ী হতে পারবে, তার বেশি নয়৷ আর বাংলাদেশে চির সত্য ঘটনা, দল একবার ক্ষমতায় গেছে দ্বিতীয়বার থাকতে পারে না ক্ষমতায়৷ কারণ ক্ষমতার অপব্যবহার ও অশিক্ষিত অজ্ঞ জাতি৷ এছাড়া কালো টাকা তো আছেই...৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন