1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির আশঙ্কা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ ফেব্রুয়ারি ২০১৪

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রথম পর্যায়ে ৯৭টি উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বাংলাদেশে৷ চলছে ভোট গণনা৷ তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল পাল্টে দেয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি৷

https://p.dw.com/p/1BBhY
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৯৭টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট নেয়া হয়েছে বুধবার৷ ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেছে নির্বাচন কমিশন৷ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্নভাবেই ভোটগ্রহণ হয়৷ বৃহস্পতিবার নাগাদ ভোটের ফলাফল জানা যাবে৷

নির্বাচন চলাকালে কেন্দ্র থেকে এজেন্ট বের দেয়ার প্রতিবাদে ভোলার লালমোহনে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী৷ প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন তাঁরা৷

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলার সময় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যসহ মোট সাতজন আহত হন৷ সেসময় প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে৷

বগুড়ার সোনাতলা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে গোলযোগ হয়েছে৷ এসব কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা, ব্যালট বাক্স ছিনতাই ও ভাংচুর, ব্যালট পেপার ছিড়ে ফেলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ঘটনার জের ধরে উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়৷ এছাড়া মিরসরাই, গৌরনদী ও গোসাইরহাটে কয়েকটি বিচ্ছন্ন ঘটনা ঘটে৷

নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বুধবারের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে৷ নির্বাচনে বড় ধরণের কোনো অনিয়ম হয়নি৷ এছাড়া ভোটারের উপস্থিতিও ছিল সন্তোষজনক৷

তবে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী দাবি করেছন, শরীয়তপুরের ভেদরগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ, মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয়, বগুড়ার সোনাতলা, সিরাজগঞ্জের সদর ও কাজীপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, খুলনার দিঘলিয়া, মেহেরপুর সদর, ঝিনাইদহের শৈলকুপা ও সদর, জামালপুরের সরিষাবাড়ি, ভোলার লালমোহন, শরিয়তপুরের গোসাইরহাট, পাবনার সুজানগর প্রভৃতি উপজেলায় আওয়ামী লীগের ‘ক্যাডাররা' ভোটকেন্দ্রগুলি দখল করেছে৷ বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয় বলে অভিযোগ করেন রহুল কবির রিজভী৷ প্রতিবাদে স্থানীয়ভাবে ৮টি উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলেও জানান তিনি৷

রিজভী বলেন, ‘‘৫ই জানুয়ারি নির্বাচনে যে কলঙ্কের তিলক এই সরকার নিজেদের কপালে লেপন করেছে, সেই ধারা উপজেলা নির্বাচনেও তারা অব্যাহত রেখেছে৷'' এছাড়াও তাঁর দাবি, ‘‘এখন ভোটের ফলাফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র চলছে৷''

এদিকে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডাব্লিউজি) উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে৷ ইডাব্লিউজি-র ২,০৫০ জন পর্যবেক্ষক মোট ২৫টি উপজেলার ১ হাজার পোলিং সেন্টারে নির্বাচন পর্যবেক্ষণ করেছে৷ তারা ভোট গ্রহণ এবং ভোট গণনার শুরু পর্যন্ত পর্যবেক্ষণ করে এই মতামত দেয়৷ সংগঠনটির পরিচালক ড. আব্দুল আলিমও ডয়চে ভেলেকে জানান যে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সর্বত্র ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে৷

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৯৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ এসব উপজেলার মোট ভোটার সংখ্যা ১ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন৷ এর মধ্যে নারী ভোটার ৮১ লাখ ৫৪ হাজার ৫৩ জন আর পুরুষ ভোটার ৮০ লাখ ৬১ হাজার ৩৮৪ জন৷

Bangladesch Gewalt Wahl Jamaat-e-Islami Nationalist Party BNP Aktivisten
ফাইল ছবিছবি: Reuters

পাঁচ বছর পর উপজেলা নির্বাচনের প্রথমদফা শেষ হলো বুধবার৷ আরো পাঁচ দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বিএনপি ৫ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় এই নির্বাচন ভিন্ন মাত্রা পেয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য