‘অনুষ্ঠানকে খুব মিস করছি’ | পাঠক ভাবনা | DW | 11.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অনুষ্ঠানকে খুব মিস করছি’

ডয়চে ভেলেকে নিয়ে কবিতাটি লিখেছেন শ্রোতাবন্ধু আফজাল আলী খান৷

‘‘অন্বেষণে ডয়েচে ভেলে''

খর বৈশাখে বাজায়ে বাঁশী নভতলে

এসেছিলে মোর প্রিয় ডয়েচে ভেলে৷

চঞ্চল কৈশোর থেকে ভরা যৌবনে

শুনিয়েছ কত কথা, গান শ্রোতার অঙ্গনে৷

এত মেলামেশা এত ভালবাসা মধুর এ বন্ধন

সহসা ত্যাজিয়া ঘোষিলে আসরের সমাপন৷

ডয়েচে ভেলে তব বুকে কী গভীর অভিমান

লুকানো ছিল ভেবে মোর আকুল হলো প্রাণ৷

আজি ফাগুন দিনের শেষে বিদায়ের করুন সুরে

আবার বাজালে বাঁশী চলে গেলে বহু দূরে

তিন যুগের সাথী মম স্মৃতির অন্তরালে৷

রইব ‘‘অন্বেষণে'' আবার হে ডয়েচে ভেলে৷

মো.আফজাল আলী খান, নন্দন বেতার শ্রোতাসংঘ, আলিপুর, ফরিদপুর, বাংলাদেশ থেকে৷

শনিবার যে অনুষ্ঠানটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কি ইন্টারনেটে প্রচার হবে? আমাদের মাঝে যারা ব্যাচেলর তাদের ইন্টারনেট থাকলেও কেবেল নেটওয়ার্ক অর্থাৎ টিভি নেই৷ আমরা কী করব তবে? বাংলা অনুষ্ঠান বন্ধ হয়ে যাবার জন্য আমরা কষ্টে আছি৷ তুহিন, উত্তর মাসুমপুর, সিরাজগঞ্জ৷

দীর্ঘ ৩৫ বছর যে বেতারের সাথে ছিলাম ৮ তারিখ তার অবসান হয়ে গেলো৷ এমন ঘটনা ঘটবে তা কোনোদিন ভাবতে পারিনি৷ কিন্তু বাস্তবকে তো মেনে নিতে হবে৷ কত স্মৃতি জড়িয়ে আছে ডয়চে ভেলেকে নিয়ে, যে ডয়চে ভেলে ছিলো আমাদের প্রতিদিনের রুটিনের তালিকার একটি অংশ৷ এখন তা রুটিন থেকে বাদ দিতে হচ্ছে৷ ডয়চে ভেলে থেকে প্রাপ্ত রেডিও সেটগুলি আমরা এখন কী করবো? কোথায় রাখবো তা ভেবে পাচ্ছিনা৷ চিন্তা করছি এগুলি দিয়ে একটি সংগ্রহশালা করে রাখবো৷ ডয়চে ভেলের ওয়েবসাইটের সাথে কতটা থাকতে পারবো বা মানিয়ে নিতে পারবো তা এখনই বলতে পারছিনা৷

১৩ই এপ্রিল থেকে ডয়চে ভেলে একুশে টিভিতে অন্বেষণ অনুষ্ঠান প্রচার হতে যাচ্ছে৷ নতুন এই উদ্যোগকে স্বাগত জানাই৷ দেখা যাক, কতটা মন জয় করতে পারে এই অনুষ্ঠান শ্রোতা দর্শকদের৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

৮ তারিখের অনুষ্ঠানের জন্য মুখিয়ে ছিলাম৷ আশা করেছিলাম বাংলা বিভাগের সবার একটা সাক্ষাৎতারভিত্তিক অনুষ্ঠান হবে কিন্তু সেটা হলোনা৷ রেডিওতে শোনার আগেই ওয়েবসাইটের পাতায় নুরুননাহার আপার কথাগুলো দেখলাম৷ আমাদের প্রিয় কণ্ঠস্বর আর শুনতে পাবোনা এটা খারাপ লাগছে৷ তবে ফেসবুক আর ওয়েবসাইটে নিয়মিত সঙ্গ পাবো বলে আশা করছি৷

গতে কয়েক দিনেই সবার বিদায়ী কথার অংশগুলো রেকর্ড করে রেখেছি৷ শ্রোতা সম্মেলন হবেনা এটাও কি ভাবতে হবে? মো. সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

অনেক অনেক ধন্যবাদ সবাইকে৷ বন্ধুরা, নিয়মিত আমাদের সাথে থাকলে দেখবেন রেডিও না শোনার দুঃখ খানিকটা হলেও ধীরে ধীরে কমে যাচ্ছে আর এটাই যে নিয়ম৷ আর আমাদের ওয়েবসাইট সম্পর্কে যদি কোন পরামর্শ বা প্রস্তাব থাকে সেটাও জানাতে পারেন৷

ভালো থাকবেন সবাই৷

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্বিশতক করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম৷ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ককে আমরা অভিনন্দন জানিয়েছি ফেসবুকে৷ আর ঘন্টাখানেকে মধ্যেই ফেসবুকে সুফি, কাশেম উদ্দিন, মাসুম বিল্লাহ , শামীম আহমেদ, বাউল উল্লাস, শাহেদ সজন, মশিউর রহমান সহ প্রায় ২৪ জন বন্ধু তা পছন্দ করেছেন৷

বন্ধু তহিদুর ইসলাম মনে হচ্ছে বেশ রসিক মানুষ, তিনি তো মজা করে লিখেছেন ‘এত রেকর্ড কোথায় রাখবো!'

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য পাঠক বন্ধুদেরও অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন