‘রেডিও অনুষ্ঠান হয়ে যাবে ইতিহাস’ | পাঠক ভাবনা | DW | 06.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘রেডিও অনুষ্ঠান হয়ে যাবে ইতিহাস’

গত কাল রেজিস্ট্রি ডাকে ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদে রেডিও পুরস্কারটি পেয়েছি, ধন্যবাদ৷

যে রেডিও অনুষ্ঠানের মাধ্যমে ডয়েচে ভেলে'র সাথে শ্রোতাদের পথ চলা শুরু, তা আগামী ৯ তারিখ থেকে ইতিহাস হয়ে যাবে৷ লিখেছেন হটুদেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান থেকে বহু পুরনো বন্ধু অজয় কুমার সরকার৷ তাঁর প্রশ্ন, তাহলে এখন থেকে কি আর রেডিও পুরস্কার দেওয়া চালু থাকবেনা?

আসলে রেডিও অনুষ্ঠানই যখন থাকছেনা সেখানে রেডিও পুরস্কার দেওয়ার তো কোন যুক্তি নেই, তাইনা ?

বন্ধুরা, তবে আনন্দের কথা বিভিন্ন প্রতিযোগিতা থাকবে নিয়মিত৷ আর স্বাভাবিকভাবেই থাকছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কারও৷ নানা তথ্য দিয়ে সাজানো ওয়েবসাইট অবশ্যই থাকছে৷ সাথে যোগ হচ্ছে টেলিভিশন অনুষ্ঠান৷ আমাদের বিশ্বাস আপনারা সাথে থাকবেন আগের মতোই৷

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরে তাঁকে বিশেষ সম্মান স্মারক প্রদান, বাংলাদেশের মানুষের প্রাণঢালা অভ্যর্থনা দেওয়া, এই সমস্ত খবর সহ সফর চলাকালীন প্রতিদিনের তাজা খবর ওয়েবসাইটে তুলে ধরার জন্য ডয়চে ভেলের প্রয়াস প্রশংসনীয়৷ যদিও এই সফর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিলো না, তবুও এই সফর যে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রস্তাবিত সব চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, তাতে কোনো সংশয় নেই বলেই মনে হয় নতুন দিল্লীর বন্ধু সুভাষ চক্রবর্তীর কাছে৷

আশা ও বিশ্বাস ভাল আছেন৷ ক্লাবের পক্ষ হতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ বেশ কিছুদিন আমি ডয়েচে ভেলে লেখা থেকে বিরত আছি৷ কিন্তু দেশে জামায়াত শিবির যে তাণ্ডব চালাচ্ছে তা দেখে না লিখে আর থাকতে পারলামনা৷

টিভিতে দেখছি জামায়াত শিবির বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করছে এবং হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে৷ আর এর সাথে যুক্ত হয়েছে নতুন করে বিএনপি৷ বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের কথাবার্তাও শুনছি মিডিয়ায়৷ এইতো সেদিন খালেদা জিয়ার ভাষণে শুনলাম৷ ওরা বলতে চাচ্ছে সব আওয়ামী লীগের দোষ৷ কিন্তু যারা আমাদের প্রাণের পতাকা পোড়ালো, ৬০ বছর আগে ভাষা আন্দোলনের ঐতিহ্যবাহী শহীদ মীনার ভাঙলো, ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদের গালিচা পোড়ালো – এই সব দেশদ্রোহিদের কথা কিন্তু বিএনপি কিংবা জামায়াত শিবিররা একবারও বলছেনা৷

আসলে এরাই হল রাজাকার৷ এরা হল জঙ্গিবাদী দল৷ বেগম খালেদা জিয়া যদি পতাকা পোড়ানো কিংবা শহীদ মিনার ভাঙার প্রতিবাদে হরতাল ডাকতেন, তা হলে বুঝতাম তিনি দেশকে ভালবাসেন৷ কিন্তু তিনি কী করলেন? গণহত্যার জন্য হরতাল ডাকলেন৷ আসলে সবকিছুর মূলে শিক্ষা৷ একজন অল্পশিক্ষিত নেত্রীর কাছ থেকে এর বেশি কী আশা করা যেতে পারে৷ বাপী ঘোষ৷

ধন্যবাদ সবাইকে৷ ভালো থাকবেন, সাথে থাকবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন৷

নির্বাচিত প্রতিবেদন