1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর খবর ভুল প্রমাণ করতে ভিডিও প্রকাশ

১১ ফেব্রুয়ারি ২০১৯

উইগুর সম্প্রদায়ের কবি ও গায়ক আবদুরেহিম হেয়িত সুস্থ আছেন বলে দাবি করেছে চীনা গণমাধ্যম৷ এর আগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আবদুরেহিম চীন সরকারের বন্দি শিবিরে মারা গেছেন বলে খবর প্রকাশিত হয়৷

https://p.dw.com/p/3D80r
Screenshot Youtube - Abdurehim Heyit
ছবি: Youtube

রবিবার চায়না রেডিও ইন্টারন্যাশনালের তুরস্ক শাখা থেকে প্রকাশিত এক ভিডিওতে আবদুরেহিম নিজেকে ‘সুস্থ' দাবি করতে দেখা গেছে৷ তবে ভিডিও বার্তার সত্যতা নিশ্চিত করা যায়নি৷

গায়ক আব্দুরেহিমের একটি গান ‘রাষ্ট্রবিরোধী' বলে অভিযোগ তুলে তাঁকে আটক করা হয়৷

চায়না রেডিওর ভিডিওতে আব্দুরেহিম বলেন, ‘‘দেশের আইন লঙ্ঘন করার অভিযোগে আমার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে৷'' ১০ ফেব্রুয়ারি ধারণ করা ভিডিওটিতে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি ভালো আছি এবং আমার উপর কোনো নির্যাতন চালানো হচ্ছে না৷''

এদিকে গণমাধ্যমে প্রকাশিত আব্দুরেহিমের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্ক সরকার৷ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চীনের বন্দি শিবিরগুলো বন্ধ করে উইগুর সমপ্রদায়ের উপর চালানো নির্যাতন থামানোর দাবি জানানো হয়৷

শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেন, উইগুর সম্প্রদায়ের প্রায় ১০ লক্ষ লোককে বন্দি করে নির্যাতন চালানোর বিষয়টি এখন আর গোপন নেই৷ আবদুরেহিম নিহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে৷

আরআর/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান