1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুস্তি নয়, এবার রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ভিনেশ

১ অক্টোবর ২০২৪

ডিসকোয়ালিফাই হওয়ায় প্যারিস অলিম্পিক থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছিলেন তিনি৷ ভারতের নারী কুস্তিগীর ভিনেশ ফোগাট তারপর কুস্তি ছাড়লেও লড়াই ছাড়েননি৷ এবার ভোটের লড়াইয়ে নামছেন তিনি৷

https://p.dw.com/p/4lHTI
ভিনেশ ফোগাট
ডিসকোয়ালিফাই হওয়ায় প্যারিস অলিম্পিক থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছিলেন ভারতের নারী কুস্তিগীর ভিনেশ ফোগাটছবি: Eugene Hoshiko/AP/picture alliance

শনিবার নিজের রাজ্য হরিয়ানায় নারীদের ওপর যৌন হয়রানির বিচারের ইস্যুকে সামনে রেখে নির্বাচনে লড়বেন বলে জানান ভিনেশ ফোগাট৷

প্যারিস অলিম্পিকে নারীদের ৫০কেজি ফ্রিস্টাইল বিভাগে নির্দিষ্ট ওজনে না থাকতে পারার কারণে বাদ পড়ে যান ভিনেশ৷ তারপর পেশাদার কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেন ভিনেশ, তারপর যোগ দেন কংগ্রেস দলে৷

গত বছর ভিনেশ ও আরো কয়েকজন অ্যাথলিট রাস্তায় নামেন এক রাজনীতিকের হাতে নারী অ্যাথলিটদের যৌন হয়রানির প্রতিবাদে৷

ভারতেরপ্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে পথে নামেন ভিনেশের সাথে অলিম্পিকে তাম্র পদকজয়ী সাক্ষী মালিকসহ আরো অ্যাথলিট৷ নির্বাচনি প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৩০ বছর বয়সি ভিনেশ বলেন, ‘‘আমি সব ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করতে এসেছি৷ সবাইকে দেখে রাখতে, বিশেষ করে, আমার কেন্দ্রের নারীদের দেখে রাখতে এসেছি৷''

তিনি আরো বলেন, ‘‘দু'বছর আগে শুরু হওয়া যৌন হয়রানির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ যাতে একটা সুন্দর ও অর্থবহ পরিণতি পায়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সব ক্ষেত্রেই হয়রানির ঘটনা ঘটে, কিছু গণপরিসরে আলোচিত হয়, কিছু হয় না৷’’

ভিনেশ, খেলা ও রাজনীতি

দিল্লির একটি আদালত বিজেপির রাজনীতিক ব্রিজভূষণকে যৌন হয়রানি ও হুমকি দেবার অভিযোগে অভিযুক্ত করলেও সকল দায় অস্বীকার করেছেন ব্রিজভূষণ৷

ভিনেশ যে কেন্দ্র থেকে লড়ছেন, হরিয়ানার সেই জুলানা কেন্দ্রে তিনি ও তার পরিবার রীতিমত সেলেব্রিটি৷ তার পরিবারেরই কাহিনি উঠে এসেছিল আমির খান অভিনীত ‘দঙ্গল' ছবিতে৷

সাম্প্রতিক প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়ার পর ভেঙে পড়েন ভিনেশ৷ কিন্তু তার অঞ্চলের ও পেশার মানুষের সহায়তায় রাজনীতিতে নতুন মাটি খুঁজে নেবার জন্য লড়ছেন তিনি৷

এবিষয়ে ভিনেশ বলেন, ‘‘আমি সারা দিন বাড়িতে কাটাতাম৷ কিন্তু শয়ে শয়ে মানুষ আমার সাথে দেখা করতে আসতেন, বলতেন যাতে আমি লড়াকু মনোভাব ছেড়ে না দিই৷’’

ভিনেশের রাজনৈতিক দিশা

নতুন পেশায় যাত্রা সহজ হবে না ভিনেশের জন্য৷ ১৯৬৭ সাল থেকে জুলানা কেন্দ্রে মাত্র চারবার জয়লাভ করেছে তার দল কংগ্রেস৷ কিন্তু প্রাথমিক অপিনিয়ন পোল বলছে, এবার হরিয়ানায় জিততে পারবে না নরেন্দ্র মোদী ও ব্রিজভূষণের দল ভারতীয় জনতা পার্টি৷ শনিবারের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৮ অক্টোবর৷

নারী ভোটারসহ অনেকেরই মত, বিপুল ভোটে জয়যুক্ত হবেন ভিনেশ ফোগাট৷ প্রথমবারে মতো ভোট দেবেন এমন এক নারী ভোটার বলেন, ‘‘যদি নারীরাই নারীর পাশে না দাঁড়ায়, তাহলে আর কে দাঁড়াবে?’’

এসএস/এসিবি (রয়টার্স)