শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচন | পাঠক ভাবনা | DW | 02.04.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচন

সুপ্রিয় ডয়চে ভেলে, আমার আন্তরিক স্নেহসিক্ত ভালোবাসা নিবেন৷ আশাকরি ভালো আছেন এবং সুখে শান্তিতে দিন যাপন করছেন৷ ঠিত এভাবেই ই-মেলটি শুরু করেছেন রাজীব কুমার মন্ডল৷

বন্ধু রাজীব কুমার মন্ডল আরো লিখেছেন, ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইটের পাঠক ভাবনায় বেশিরভাগ সময় দেখা যায় যে একই পাঠকের চিঠি বেশি প্রকাশ পায়৷ যেমন সুভাষ চক্রবর্তী, শেখ আব্দুল হান্নান, রাজীব কুমার মন্ডল প্রমূখ৷ অন্য কোনো পাঠকের লেখা তেমন দেখা যায় না! এক্ষেত্রে আমি মনে করি প্রতি মাসে শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচন করে পুরস্কারের ব্যবস্থা করলে অনেকেই চিঠি লেখার প্রতি উত্‍সাহিত হবে৷ আশাকরি মতামতটি গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন৷

- প্রথমেই ধন্যবাদ ভাই রাজীব৷ আপনার সাথে আমরা পুরোপুরি একমত৷ কিন্তু কিভাবে যে তা সম্ভব সেটাই বুঝতে পারছি না৷ গত কিছুদিন থেকে আমরা শুধু ঐ কয়েকজন বন্ধুর লেখা মতামতই পাচ্ছি, তাই তাঁদের মতামত পাঠক ভাবনায় তুলে দেয়া হচ্ছে৷ এর আগে আমরা এ বিষয়ে পাঠক বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছিলাম এ পাতাতেই৷ তখন অনেকেই নিয়মিত মতামত জানাবেন লিখলেও আর সেভাবে জানাননি৷ আমরা যদি পাঠক বন্ধুদের কাছে থেকে মতামতই না পাই তাহলে আর কাদের মতামতের চিঠি নিয়ে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচন করা হবে? আপনি নিজেই বলুন৷

সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷ ভালো থাকবেন সবাই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন