ম্যান্ডেলার মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব | পাঠক ভাবনা | DW | 10.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ম্যান্ডেলার মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব

নাটোর থেকে বন্ধু রাজীব মন্ডল লিখেছেন, ম্যান্ডেলার মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব৷ এর সাথে ডয়চে ভেলে পরিবার তার ওয়েবসাইট ও ফেসবুকে যে পাঠক প্রতিক্রিয়া হালনাগাদ রাখছে, তা অবশ্যই পাঠক মহলে প্রশংসার দাবিদার৷

এদিকে গান্দাছি, বাংগড্ডা বাজার, নাংগলকোট, কুমিল্লা থেকে বন্ধু সোহাগ বেপারীর মনে প্রশ্ন জেগেছে, ‘‘আবার এসেছে বিজয়ের মাস ডিসেম্বর৷ আমরা কি আজও পেরেছি বিজয়ের মান রক্ষা করতে? পেরেছি কি শহীদদের প্রাণের মূল্য দিতে?''

তিনি আরো লিখেছেন, ‘‘মনে পড়ে সেই কালো রাত্রির কথা, যা শুনে আমার গা শিহরিত হয়ে উঠে৷ এই স্বাধীন দেশে একি চলছে? চারদিকে শুধু হাঙ্গামা আর মারামারি, কান্নার আহাজারি৷ বাংলার সূর্য সন্তানেরা যারা বুকের তাজা রক্ত দিয়ে গেছে, তারা কি এই চেয়েছিলো? তাই আমি ডয়চে ভেলের মাধ্যমে সকলকে আহ্বান জানাই, আসুন এই বিজয়ের মাসে প্রতিজ্ঞা করি হিংসা বিদ্বেষ ভুলে, হানাহানি মারামারি ছেড়ে, একে অপরের বন্ধু হয়ে মিলেমিশে থাকি, শহীদদের প্রাণের মূল্য দেই৷ এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার৷''

Südafrika Nelson Mandela Trauerfeier 08.12.2013

ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে নানা ধর্ম-বর্ণের মানুষ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হতাশ হয়ে নেওয়াজ লিখেছেন, ‘‘গত কয়েক মাসে বাংলাদেশে অনেক বিদেশি কূটনীতিক এসেছেন এবং চলেও গেছেন৷ আমাদের নেত্রীদ্বয়কে সবদলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য বলেছেন৷ কিন্তু আমাদের নেত্রীদ্বয় নিজস্ব অবস্থান থেকে চুল পরিমাণও নড়ছেন না, নড়বেনওনা৷ সারাদেশ সহিংসতায় স্থবির হয়ে আছে, গত দু'সপ্তাহের অবরোধে ৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু এর দায়ভার কেউ নিচ্ছেন না৷ দেশ ও জাতি এখন দুইনেত্রীর জ্ঞানহীন, একরোখা গোয়ার্তুমির শিকার! সমঝোতার কোনো সম্ভাবনা নাই৷''

সংকলন: নুরুননহার সাত্তার

সম্পদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন