‘মোনালিসা পরিবেশনাটি গুরুত্বপূর্ণ ছিল’ | পাঠক ভাবনা | DW | 26.07.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মোনালিসা পরিবেশনাটি গুরুত্বপূর্ণ ছিল’

লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ লিখেছেন ওসিসি-র কার্যক্রম নিয়ে গতকালের মোনালিসা পরিবেশনাটি গুরুত্বপূর্ণ ছিল৷ তবে এদের কর্মকাণ্ড নিয়ে আরও প্রচারণা চালালে আনেকেই উপকৃত হবেন৷

- আমরাও মনে করি এধরনের সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে আরো বেশি প্রচারণা চালালে জনগণ অবশ্যই উপকৃত হবেন৷ শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ, আপনি নিজেও কিন্তু আপনাদের ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে প্রচারণা চালাতে পারেন৷ জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারেন৷ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডয়চে ভেলে অসংখ্য ফ্যান ক্লাব৷ নারী ও শিশু নির্যাতনের শিকার যারা, তাদের সাহায্যে এগিয়ে আসতে পারে এই ক্লাবগুলো৷

আমি ডয়চে ভেলের শ্রোতা৷ আমাকে অনুষ্ঠানসূচি পাঠাবেন৷ আমার নাম তৌফিক মানিক, বামন পুকুর, মায়াপুর, নদীয়া, ভারত৷

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস৷ বাঙালি জাতির বেদনা ও দুঃখে ভারাক্রান্ত একটি দিন৷ ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে প্রাণ হারান৷ এবছর আমরা বঙ্গবন্ধুর ৩৭তম শাহাদত বার্ষিকী পালন করবো৷ এছাড়াও ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকী৷ ১৩৪৮ বঙ্গাব্দের ঐ দিনে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন৷ এই প্রলয় লগ্নে আমাদের পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের উদ্যোগে ব্যপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে৷ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা মহোদয়৷ ডা. এস এম এ হান্নান সম্পাদক, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর পাবনা৷

পীরগাছা, রংপুর থেকে শ্রোতাবন্ধু নাজমুল হুদা জানতে চেয়েছেন বাংলা বিভাগের সবাই কি রোজা রাখেন?

- সবাই না রাখলেও কেউ কেউ অবশ্যই রাখেন৷ বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবার জন্য থাকলো রমজানের শুভেচ্ছা আর মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন